‘কোনো মন্তব্য করতে চাই না’, বাংলাদেশ দল নিয়ে শ্রীরাম
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশের দলের দায়িত্ব নিতে আসেন শ্রীধরণ শ্রীরাম। বাংলাদেশ দলের সঙ্গে মূলত পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে এসেছিলেন তিনি। সেই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স অবশ্য উপহার দিতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। বড় প্রতিপক্ষের বিপক্ষে খেই হারিয়েছিল তারা। পুরো আসরে ২টি ম্যাচ জিতেছিল টাইগাররা।
বিশ্বকাপ শেষেই সেবার দায়িত্ব ছাড়েন শ্রীরাম। এরপর গেল বছর ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় দফায় বাংলাদেশের দায়িত্ব পান শ্রীরাম। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় তাকে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে রেখেছিল বিসিবি। চলমান আইপিএল নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন শ্রীরাম, দায়িত্বে ছিলেন লখনৌ সুপার জায়ন্টসের সহকারী কোচের।
ব্যস্ততার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুলেননি তিনি। ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা খুবই ক্লান্তির ছিল। বাংলাদেশ দলের জন্য সবসময়ের জন্য শুভকামনা থাকবে।’
চলতি বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ আলাদা করে পাওয়ার হিটিং বিষয়ে এখনো কোনো নিয়োগ দেয়নি। ব্যাটিং কোচ ডেভিড হেম্পই দেখভাল করবেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।