আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি হবে
প্রথম আট ম্যাচের সাতটিতে হারের পর যেন আরেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিতো একবার বলেই ফেলেছিলেন রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। মাঠে একের পর এক হার, মাঠের বাইরে সমালোচনা টিপ্পনীতে যেন জেরবার কোহলিরা। তবে এরপরের গল্পটা এক কথায় অবিশ্বাস্য। টানা ছয় ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেছে আরসিবি। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।
প্লে অফে কে কার মুখোমুখি হবে? লিগ টেবিলের শীর্ষে থাকা কেকেআরের সম্ভাব্য প্রতিপক্ষ কে? আরসিবির বিপক্ষে এলিমিনেটরে খেলবেই বা কারা? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে আজ দুটির ম্যাচের পর। চলতি আইপিএলের লিগপর্বের শেষ দিনে আজ বিকেলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে হায়দরাবাদ। এ ছাড়া রাতে মাঠে নামবে কলকাতা ও রাজস্থান। এ দুটি ম্যাচের পরই প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়ে যাবে।
আরও পড়ুন
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে কেকেআর। নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের। এই ম্যাচ হারলেও কলকাতা শীর্ষস্থানেই থাকবে। আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে কেকেআর। ওই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবেন শ্রেয়াস আইয়াররা। প্রশ্ন হচ্ছে কোয়ালিফায়ারে নাইটদের প্রতিপক্ষ কে হবে? সেটা ঠিক হবে আজকের দুই ম্যাচের পরই।
প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুই নম্বরে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষও হবে হায়দরাবাদ। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুইয়ে থেকে যাবে। সেক্ষেত্রে কলকাতার প্রতিপক্ষ হবে রাজস্থান। কিন্তু যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে আজকের কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিপক্ষে খেলবে রাজস্থানের বিরুদ্ধেই।
এদিকে আরসিবি লিগ টেবিলে চার নম্বরে থাকবে সেটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের খেলতে হবে এলিমিনেটরে। এলিমিনেটরে বিরাট কোহলিদের প্রতিপক্ষ কে হবে সেটাও ঠিক হবে আজকের দুই ম্যাচের পর। প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুইয়ে। সেক্ষেত্রে আরসিবির প্রতিপক্ষও হবে রাজস্থান। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুইয়ে থেকে যাবে। সেক্ষেত্রে কোহলিদের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ।
কিন্তু রোববার যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে কোহলিদের প্রতিপক্ষও হবেন ট্র্যাভিস হেডরা। এই ম্যাচ যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যারা জিতবে তারা ফাইনালে ওঠার জন্য খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।
এফআই