বেঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে চেন্নাই, আবহাওয়া কার পক্ষে?
চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে যেন সবার চোখ আটকে আছে। বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে একত্রে হয়ত আজই শেষ দেখবেন ক্রিকেটভক্তরা। দুই দলের একত্রে এবারের আইপিএলে যাওয়ার কোনো সম্ভাবনাই বাকি নেই। চেন্নাই জিতলে ধোনিকে দেখা যাবে প্লে-অফে। আর শর্তপূরণ করে জয় পেলে বিরাট কোহলির বেঙ্গালুরু যাবে শেষ যাবে।
নকআউটে পরিণত হওয়া এই ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। মঈন আলীর বদলে মিচেল স্যান্টনারকে দলে নিয়ে মাঠে নামছে তারা।
এদিকে এই ম্যাচের আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা ভর করেছে সবার মাঝে। সন্ধ্যা ৬টা থেকে চেন্নাইয়ে বড় রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তবে এই প্রতিবেদন পর্যন্ত চিন্নাস্বামীতে বৃষ্টি দেখা যায়নি। যদিও সেখানে এখনও মেঘের আনাগোণা রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে।
অবশ্য বৃষ্টি বাড়লে স্বস্তি পাবে চেন্নাই। পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে তারাই চলে যাবে প্লে-অফে।
আগে ব্যাট করার সুবাদে কোহলিদের প্লে-অফে যেতে হলে এই ম্যাচে জয় দরকার ১৮ রানের ব্যবধানে। বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২০০ রান করলে। চেন্নাই যদি ১৮৩ রানও করতে পারে অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারলেও প্লে অফে যাবে গায়কোয়াড়ের দল।
জেএ