আতাহারের চোখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকেই দেখেছেন আতাহার আলী খান। ক্রিকেটার হিসেবে দেশের হয়ে প্রথম ম্যান অব দ্য ম্যাচ জিতেছিলেন। ব্যাট হাতে ক্যারিয়ার শেষের পর কমেন্ট্রিবক্স থেকে বাংলাদেশের ক্রিকেটের হয়ে কথা বলে যাচ্ছেন লম্বা সময় ধরে। আর সবার মতোই আসন্ন বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নিজের মতামত দিয়েছেন সাবেক এই ক্রিকেটারও।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াড সামনে এনেছেন আতাহার আলী খান। নিজের পছন্দের এই স্কোয়াডে রেখেছেন তিন স্ট্যান্ডবাই ক্রিকেটার। তবে মূল স্কোয়াডে ১৫ জনের পরিবর্তে তিনি রেখেছেন ১৬ জনের নাম।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষণা করা এই স্কোয়াডে আতাহার রেখেছেন প্রত্যাশিত সব নামই। দুই উইকেটরক্ষক হিসেবে আছেন লিটন দাস এবং জাকের আলী অনিক। ব্যাটার হিসেবে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন।
অলরাউন্ডার হিসেবে থাকছেন সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাইফউদ্দিন ছাড়া বাকি তিনজনেই বিশেষজ্ঞ স্পিনার। আর পেস বোলিং ইউনিটে সাইফউদ্দিনকে সঙ্গ দেবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
স্ট্যান্ডবাই হিসেবে আতাহারের পছন্দে আছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ ও নুরুল হাসান সোহান।
আতাহার আলী খানের চোখে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ
স্ট্যান্ডবাই: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ ও নুরুল হাসান সোহান
এদিকে সব অপেক্ষা শেষ করে রোববারই বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। ঢাকা পোস্টকে এটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি খুব ছোট একটা ‘যদি’ রেখেছেন। লিপু বলেন, ‘সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয়।’
এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন ঢাকাপোস্টকে। দল ঘোষণা নিয়ে তার বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব। সেটা কাল হোক আর পরশু হোক।’
জেএ