বাদ পড়ে পাঞ্জাবের লজ্জার রেকর্ড, ধোনির রেকর্ড ছক্কায়
প্রীতি জিনতাকে কিছুটা দুর্ভাগা হয়ত বলাই যায়। বছরের পর বছর দল গড়েছেন পাঞ্জাবকে নিয়ে। কখনো কখনো দল গড়তে গিয়ে আইপিএলের সবচেয়ে খরুচে ফ্র্যাঞ্চাইজও হয়েছেন। তবে অধরা আইপিএল শিরোপা পাওয়া হয়নি তার। শিরোপা পায়নি আরও অনেকেই। তবে প্রীতির পাঞ্জাব কিংস এরচেয়েও বড় লজ্জার কবলে পড়েছে।
চলতি আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর বাদ পড়েছে পাঞ্জাব কিংস। এই নিয়ে টানা ১০ বছর প্লে-অফের আগেই আইপিএলে বিদায় ঘণ্টা বাজল পাঞ্জাবের। ধারাবাহিকভাবে এমন বাজে নজির নেই আর কোনো দলের। এর আগে সবশেষ ২০১৪ সালে শেষ চারে দেখা গিয়েছিল তাদের। সেবার ফাইনালেও গিয়েছিল তারা। তবে সেরার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বসে দলটি।
টানা ১০ বছর প্লে-অফে উঠতে না পারার পাশাপাশি কোনও বার আইপিএল জিততেও পারেনি পাঞ্জাব। চলতি বছরের আগে ১৬ বার আইপিএল হয়েছে। চারটি দল কখনো পায়নি শিরোপার দেখা। পাঞ্জাব ছাড়া সেই তালিকায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।
ধোনির ২৫০ ছক্কার রেকর্ড
৪২ বছর বয়সেও আইপিএলে দারুণ ছন্দে আছেন ভারতের সর্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সবশেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হেরেছে তার দল চেন্নাই সুপার কিংস। তবে দল হারলেও রেকর্ডবুক ঠিকই সমৃদ্ধ করেছেন ধোনি। বয়স্কতম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২৫০ ছক্কার রেকর্ড করেছেন তিনি।
গুজরাটের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১১ বলে ২৬ রান করেছেন ধোনি। ছোট এই ইনিংসে একটি চার ও তিনটি ছক্কা মেরেছেন। এই ইনিংসের পরেই আইপিএলে ২৫০ ছক্কা হয়েছে ধোনির। সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে ফ্র্যাঞ্চাইজ এই লিগে ২৫০ ছক্কা মারার রেকর্ড করেছেন ধোনি।
আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছক্কার তালিকায় তিন নম্বরে রয়েছেন ধোনি। শীর্ষে আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ২৭৬টি ছক্কা মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার। ২৬৪টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। শুক্রবার সেই তালিকায় যোগ দিলেন ধোনি।