যে কারণে ধীর গতির ব্যাটিং করেছেন সৌম্য
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেই চোটে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এই ওপেনার। এমনকি অনিশ্চিত হয়ে পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা। তবে সেসব শঙ্কা উড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে গতকাল মাঠে নামেন সৌম্য।
আর মাঠে ফিরেই ব্যাট হাতে করেছেন ৪১ রান। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, একজন ক্রিকেটারের জন্য মাঠের বাইরে থাকাটা কষ্টের। যদিও মাঠে ফিরতে পেরে এখন খুশি তিনি। এ প্রসঙ্গে সৌম্য বলেন, 'ভালো লাগছে যে মাঠে ফিরতে পেরেছি। বাইরে থেকে খেলা দেখাটা কষ্টের। পুনর্বাসন বা অন্য প্রক্রিয়াগুলো শেষে আবারও মাঠে ফিরতে পেরে ভালো লাগছে।'
পুর্নাবাসন শেষে ফিট এখন সৌম্য। জানালেন ভালো অনুভব করেছেন তিনি, 'নিজের ফিট হওয়ার জন্য আমি শতভাগ কাজ করেছি। আরো কিছু ম্যাচ পেলে ভালো হতো। ডাক্তাররা যেটা ভালো মনে করেছে সেটাই, আজকে ভালো অনুভব করেছি।'
শুরুতে এদিন রক্ষাণাত্বক ভঙ্গিতে খেলছিলেন সৌম্য। কেন এমনটা খেলেছেন সেই ব্যাখাও দিয়েছেন, চেষ্টা করেছেন তামিমকে সমর্থন দেওয়ার, 'আজকে সেট হতে সময় বেশি লেগেছে। বলের মেধা অনুযায়ী খেলেছি তামিমের মতো খেললে আমার জন্য বিপরীত হতে পারতো। আমি ওকে সাপোর্ট করার চেষ্টা করেছি, স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছি।'
ম্যাচে বেশ কয়েকবার ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশের ফিল্ডারাররা। ম্যাচের শেষ ওভারেও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলে দেন তামিম। তবে এসব নিয়ে চিন্তিত নন সৌম্য, 'ক্যাচ মিস হতেই পারে এটা চিন্তার বিষয় না। মাঠের ফিল্ডিং সবাই ভাল করেছে।'
এসএইচ/এইচজেএস