২ ক্রিকেটারের জন্য ফের আফ্রিদির নিশানায় পিসিবি
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ (শুক্রবার) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে পাকিস্তান। এই সিরিজের পর তারা ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যার জন্য আগেই ১৮ সদস্যের স্কোয়াড দিয়েছিল বাবর আজমের দলটি। এখান থেকেই চূড়ান্ত করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনকে। ফলে দুই সিরিজের দলে না থাকা বিশ্বকাপেও খেলা হচ্ছে না ওই ক্রিকেটারের। আর এই বিষয়টি নিয়েই নতুন করে পিসিবির ওপর তোপ দাগলেন শহীদ আফ্রিদি।
তার ক্ষোভ মূলত দুই অলরাউন্ডারকে দলে না রাখায়। দুজনই পেস অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আমের জামাল। সর্বশেষ পিএসএল আসরেও তারা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। তাই দল থেকে ওয়াসিম–জামাল বাদ পড়ায় অবাক হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার আফ্রিদি। দল গঠনে অধিনায়ক বাবর আজমকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান বলেও তিনি মন্তব্য করেছেন।
শহীদ আফ্রিদি বলেন, ‘ওয়াসিম জুনিয়র দলে না দেখা খুবই আশ্চর্যের, তাকে বাদ দেওয়া হয়েছে। আব্দুল রাজ্জাকের (সাবেক অলরাউন্ডার) পর আমরা আরেকজন ভালো অলরাউন্ডার দেখেছি, তিনি হচ্ছেন আমের জামাল। তাকেও দলে না রাখাটা সত্যিই আশ্চর্য হওয়ার মতো।’
অধিনায়ক হিসেবে বাবরকে আরও শক্তিমত্তায় দেখতে চান আফ্রিদি, ‘একজন ভালো অধিনায়ক কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমরা বাবরকে সেরা ক্রিকেটারের মতো সেরা অধিনায়ক হিসেবেও দেখতে চাই। এসব ক্রিকেটার দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন, এখন তাদের দায়িত্ব পাকিস্তানের হয়ে আসন্ন বিশ্বকাপে ভালো পারফর্ম করা।’
আরও পড়ুন
আজ থেকে পাকিস্তান আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে নামছে। পরবর্তী দুই ম্যাচ হবে আগামী ১২ ও ১৪ মে। এরপর বাবররা উড়াল দেবেন ইংল্যান্ডে। সেখানে দু’দল চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারবে। এরপর ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজি, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, হাসান আলী ও আগা সালমান।
এএইচএস