তবুও ভালো করার প্রত্যয় রিশাদের
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ৬ উইকেটের জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা রিশাদ হোসেন জানিয়েছেন বিশ্বকাপ পরিকল্পনার কথা। শুধু ব্যাটে বা বলে নয়, আবহাওয়ার প্রস্তুতির কথাও শোনা গেল রিশাদের মুখ থেকে।
রিশাদ বলেন, ‘ব্যাটিং-বোলিং যাই হোক, কোনো সমস্যা নেই। আমাদের পরিকল্পনা হলো যেহেতু প্রচুর গরম...আমার মনে হয় বিশ্বকাপে গরম থাকবে প্রথমদিকে। আমরা চেষ্টা করছি ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।’
দলের ব্যাটাররা এদিন ওয়ানডে স্ট্রাইকরেটে খেলেছেন, বিশেষ করে টপ অর্ডার। সেই ব্যাখা দিয়েছেন রিশাদ, ‘স্কোরবোর্ডে যেহেতু খুব বেশি রান ছিল না, মানে ১৪০ (১৩৮/৭) রান যেহেতু। তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কিছু ছিল না। বাড়তি কোন শট খেলার প্রয়োজন হয়নি। নরমালি প্রতি ওভারে একটা বাউন্ডারি আসেই। ওটা হিসাব করে খেললে সাধারণত রান বের হয়ে যায়।’
রিশাদ জানালেন উন্নতির জায়গা নিয়ে, ‘মাঝের ওভারে দেখবেন ওদের ৪-৫ উইকেট খুব দ্রুত পড়েছে। ওই জায়গায় যদি আমরা আরও ২-১টা উইকেট নিতাম, তাহলে ওদের রান ১৪০ এর জায়গায় ১২০ হতো। এই জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে।’
পরপর দুই ম্যাচে দাপট দেখানো জয়ের পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল আবার মাঠে নামবে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু বিকেল তিনটায়। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
এসএইচ/জেএ