সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
এমনিতেই টেস্টের পরিসংখ্যান সুখকর নয় বাংলাদেশ দলের। তার ওপর দেশের বাইরে, যেখানে অর্জন একেবারেই সীমিত। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে চোখ টাইগারদের। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সঙ্গে দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে সাইফ হাসানকে আবার সুযোগ দেবে দল।
আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় টেস্টে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হক, তামিম ইকবালরা। তার আগে আজ (বুধবার) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুখোমুখি হন ডমিঙ্গো। সেখানে এই দক্ষিণ আফ্রিকান জানিয়েছেন, শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ হলেও বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে সিরিজ জয়।
ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি এর জন্য অনেক ভাল খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি এক সেশন করে আগানোর। তো অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’
ক্যান্ডির প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং বান্ধব। নিষ্প্রাণ ড্র হয়েছে সে ম্যাচ। দ্বিতীয় টেস্টের উইকেটের চরিত্র নিয়ে ডমিঙ্গো জানালেন, ‘উইকেট আমরা গতকাল দেখেছি, আজ এখনো দেখিনি। উইকেট এখনও কাভার করা আছে। তবে গতকাল যেমন দেখলাম মনে হল এটা খুব ভাল উইকেট।’
এদিকে সিরিজের প্রথম টেস্টে ছিল ব্যাটসম্যানদের আধিক্য। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো বিদেশের মাটিতে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন অধিনায়ম মুমিনুল হক। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ডাবল সেঞ্চুরি হাকিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। শতকের দেখা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। তবে এমন ম্যাচেও ব্যর্থ ওপেনার সাইফ হাসান। প্রথম ইনিংসে শূন্য হাতে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ১ রান করেন তিনি।
প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে সাইফের আস্থা রাখছে বাংলাদেশ দল। কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘সাইফের ব্যাপারে বলব, হ্যাঁ আমি চাই তাকে আরো সুযোগ দিতে। টেস্টে ওপেন করা খুব কঠিন। অনেক ওপেনারেরই দলে ঢুকে নিজের জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। তাই আমি চাই ওকে সুযোগ দিতে। তাছাড়া শুরুতে ডান-বাঁহাতি কম্বিনেশনটা ভালোই হবে। তাই, হ্যাঁ সাইফ খেলবে।’
টিআইএস/এটি