কোহলি কাণ্ডে এবার সম্প্রচার চ্যানেলের ওপর চটলেন গাভাস্কার
আইপিএলের চলতি আসরের শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে আসছেন বিরাট কোহলি। মাঝে একবার সর্বোচ্চ রানসংগ্রাহকের শীর্ষস্থান হারালেও, গতকাল (শনিবার) আবারও সেটি পুনরুদ্ধার করেছেন। এমন ফর্মের পরও স্ট্রাইকরেট নিয়ে সমালোচিত হচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক। এমনকি তার কম স্ট্রাইকরেট নিয়ে করা মন্তব্য বারবার টেলিভিশনে সম্প্রচার করায় আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টারের ওপর চটেছেন সুনীল গাভাস্কার।
মূলত স্পিনারদের বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ের জন্য শুরু থেকে কোহলির সমালোচনা করে আসছিলেন এই ভারতীয় কিংবদন্তি। এমন নেতিবাচক মন্তব্য মাথায় রেখে গত সপ্তাহে আহমেদাবাদে গুজরাটের স্পিনারদের বিপক্ষে দ্রুত রান তোলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্সের জয় পাওয়া ম্যাচটিতে ৪৪ বলে তিনি ৭০ রানের ইনিংস খেলেছিলেন। সুযোগ পেয়েই ম্যাচ শেষে নিজের সমালোচকদের তিরস্কৃত করেন কোহলি। বিশেষ করে ধারাভাষ্যকারদের ওপর ক্ষুব্ধ ছিলেন কোহলি। সে বিষয়টি টেনে এনেই গাভাস্কার নতুন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্টার স্পোর্টসের লাইভ অনুষ্ঠানে আলোচনা চলাকালে গাভাস্কার বলেন, ‘ধারাভাষ্যকাররা তখনই প্রশ্ন করেছিলেন যখন তার (কোহলি) স্ট্রাইকরেট ছিল ১১৮। আমি খুব নিশ্চিত নই, আমি অনেক ম্যাচ দেখি না। তাই অন্য মন্তব্যকারীরা কী বলেছেন আমি জানি না। কিন্তু যদি আপনার স্ট্রাইকরেট ১১৮ হয় এবং তারপর ১৪ বা ১৫তম ওভারে সে একই স্ট্রাইক রেট নিয়ে আউট হয়ে যান এবং আপনি তার জন্য প্রশংসা চান, তাহলে ব্যাপারটা অন্য রকম হয়ে যায়। এটা খুব আলাদা একটা বিষয়।’
— Wisden (@WisdenCricket) May 4, 2024
এরপর কোহলির তিরস্কারের জবাবে সাবেক এই ভারতীয় তারকা আরও বলেন, ‘ধারাভাষ্যকাররা শুধু তাদের কাজ করেন, তাদের কোনো গোপন এজেন্ডা নেই।’ এর আগে কোহলি বলেছিলেন, ‘এসব লোক যারা এত কথা বলে, আমরা বাইরের লোকদের পাত্তা দিই না।’ সেই বিষয়টি টেনে গাভাসকার বলেন, ‘এমন কথা বলার পরে বাইরের লোকের কথায় কেন সাড়া দিচ্ছেন? আমরা সকলেই একটু ক্রিকেট খেলেছি, অনেক বেশি নয়, একটু। আমাদের কোনো এজেন্ডা নেই। আমরা কেবল যা দৃশ্যমান সেটা নিয়েই কথা বলি। আমাদের কোনো প্রিয় বা অপছন্দের খেলোয়াড় নেই। আমরা এখনও যা ঘটছে তা নিয়েই কথা বলছি।’
আরও পড়ুন
কোহলির সমালোচনা করার একপর্যায়ে স্টার স্পোর্টসের ওপরও ক্ষোভ ঝাড়েন গাভাস্কার। ওই চ্যানেলটির লাইভ অনুষ্ঠানেই তাদের উদ্দেশে বলেন, ‘সেই বিশেষ পোস্ট-গেম ইন্টারভিউ (গাভাসকারসহ অন্যদের আলোচনা) আগেও এই চ্যানেলে দেখানো হয়েছে। আজকের সূচিতেও ৬টা থেকে এখন পর্যন্ত প্রায় দেড় ডজন বার দেখানো হয়েছে। আশা করি স্টার স্পোর্টস বুঝতে পারবে যে এই ক্লিপটি কখন দেখাতে হবে। এর মাধ্যমে সমালোচকদেরই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন, আর সমালোচকরা আপনাদেরই নিজস্ব ধারাভাষ্যকার। এটা যথেষ্ট বার দেখিয়েছেন, সবাই বার্তাও পেয়েছে। যদিও আবারও ওই আলোচনা সম্প্রচার করেন আমি হতাশ হব।’
সর্বশেষ ম্যাচে গতকাল গুজরাট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। গুজরাটের দেওয়া ১৪৮ রানের জবাবে বেঙ্গালুরুর হয়ে ফাফ ডু প্লেসি সবোচ্চ ২৩ বলে ৬৪ এবং কোহলি ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন। এর মাধ্যমে আবারও আইপিএলে সেরা রানসংগ্রাহকের ক্যাপ পুনরুদ্ধার করেছেন কোহলি। চলতি মৌসুমে ১১ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৫৪২ রান। তালিকার দুইয়ে থাকা চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় করেছেন ৫০৯ রান।
এএইচএস