ভারতের বিশ্বকাপ দল : যারা আছেন, যারা নেই
গতকাল বিশ্বকাপ দল ঘোষণায় অভিনবত্ব দেখিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। নির্বাচকদের পরিবর্তে দুই শিশুকে দিয়ে দল ঘোষণা করিয়েছিল কিউইরা। এবার ভারতও কিছুটা ব্যতিক্রমী পন্থায় নিজেদের দল ঘোষণা করল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর এবার বসবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেটা মাথায় রেখে নিজেদেরে সোশ্যাল মিডিয়া এক্স-এ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কয়ারের সুউচ্চ ভবনের দেয়ালে গ্রাফিক্স চিত্র অঙ্কন করে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
— BCCI (@BCCI) April 30, 2024
ভারতের বিশ্বকাপ দলে কারা সুযোগ পাচ্ছেন আর কারা বাদ পড়ছেন এমন জল্পনা গেল কয়েক দিনে তুঙ্গে ছিল। অবশেষে সব জল্পনার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের পিচের বৈচিত্র্যের কথা মাথায় রেখে দল সাজিয়েছে ভারত। তিন পেসারের পাশাপাশি দলে রাখা হয়েছে চার স্পিনার।
বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ব্যাটার। মূল স্কোয়াডে জায়গা হয়নি মারকুটে ব্যাটার রিঙ্কু সিংয়ের। সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি-টোয়েন্টি দলে অটোমেটিক চয়েজ ভাবা হতো। সাম্প্রতিক সিরিজগুলোতেও আস্থার প্রতিদান দিচ্ছিলেন। যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। এ ছাড়া সুযোগ পাননি শুভমন গিলের মতো তারকা ওপেনার। নেই অভিজ্ঞ লোকেশ রাহুলও।
গিল ও রিঙ্কু মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা। তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নেই। এদিকে, ফিনিশার হিসেবে আলোচনায় ছিলেন দীনেশ কার্তিক। নিজেও শতভাগ প্রস্তুত আছেন বলে জানিয়েছিলেন। তবে তাকেও বিবেচনায় নেওয়া হয়নি। এ ছাড়া বিবেচনায় নেওয়া হয়নি ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার এমনকী টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা রবি বিষ্ণুইকেও। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন মোহাম্মদ শামি।
১৫ সদস্যের মূল স্কোয়াডের বাইরে অজিত আগরকারের নির্বাচক প্যানেল মোট ৪ জন ক্রিকেটারকে রিজার্ভ বেঞ্চে রেখেছেন। গিল ও রিঙ্কু ছাড়া রিজার্ভ দলে আছেন দুই পেসার খলিল আহমেদ ও আবেশ খান।
— BCCI (@BCCI) April 30, 2024
দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরেছিলেন রিশভ পন্ত। এবার বিশ্বকাপ দিয়ে জাতীয় দলেও ফিরছেন। তার সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন সঞ্জু স্যামসন। হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে। পেসার অল-রাউন্ডার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে পান্ডিয়ার সঙ্গী হলেন শিবাম দুবে।
আইপিএলে যে রকম দুরন্ত ফর্মে রয়েছেন, তাতে যুজবেন্দ্র চাহালকে বাদ দেওয়ার সাহস দেখাননি জাতীয় নির্বাচকরা। চাহাল চতুর্থ স্পিনার হিসেবে ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নেন। যুজবেন্দ্র ছাড়া ভারতের স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
আরও পড়ুন
আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন। এ গ্রুপে থাকা রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।
এফআই