মাঠে নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। সর্বশেষ দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে আছে মুস্তাফিজুর রহমানরা। তার মধ্যে একটি ম্যাচ ছিল আবার ঘরের মাঠ চিপকে, দুই ম্যাচেই তারা লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছে। সে কারণে প্লে-অফ স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি হারানো আত্মবিশ্বাস ফেরাতে চেন্নাইয়ের সামনে আজ জয়ের বিকল্প নেই।
অন্যদিকে, চলমান রানবন্যার আইপিএলে বেশ দাপট দেখাচ্ছে হায়দরাবাদ। প্যাট কামিন্সের দলটি এরই মাঝে তিনবার ২৫০–এর বেশি রান করেছে। তার মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দুবারই। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে। অন্যদিকে, ৮ ম্যাচে ৪ জয় নিয়ে ছয় নম্বরে নেমে গেছে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই।
তবে দুই দলের মুখোমুখি ম্যাচের পরিসংখ্যান কথা বলছে চেন্নাইয়ের পক্ষে। এখন পর্যন্ত সবমিলিয়ে চেন্নাই-হায়দরাবাদ মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৪ বারই শেষ হাসি হেসেছে হলুদ জার্সিধারীরা। এমনকি চিপকের এম চিদাম্বারাম স্টেডিয়ামে এখন পর্যন্ত অজেয় মহেন্দ্র সিং ধোনিরা। যেখানে হায়দরাবাদের চেন্নাইকে হারানোর কোনো নজির নেই। তবুও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্বাগতিকদের সতর্ক থাকতেই হচ্ছে!
হায়দরাবাদ তাদের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে হায়দরাবাদের দুই বিধ্বংসী ওপেনারের বিপক্ষে বিরাট কোহলিরা স্পিন আক্রমণ দিয়ে শুরু করেছিল। তাতে তারা সফলও হয়, শুরুতেই আউট হয়ে যান দুর্দান্ত ফর্মে থাকা অজি ক্রিকেটার ট্রাভিস হেড। এরপর তারা বড় জুটি বাধতেও হিমশিম খেতে হয়, যদিও আরেক প্রান্তে লড়াই চালিয়ে যান অপর ওপেনার অভিষেক শর্মা। তবুও শেষ পর্যন্ত ম্যাচটি জেতে বেঙ্গালুরু। একইভাবে হয়তো চেন্নাইও হায়দরাবাদের বিপক্ষে শুরুতে মঈন আলিকে ব্যবহার করতে পারে।
এখন কথা হচ্ছে মুস্তাফিজ ম্যাচটিতে সুযোগ পাবেন কি না। কারণ আগের ম্যাচেই তিনি দলের কঠিন সময়ে দায়িত্ব নিতে পারেননি। শেষ ওভার করতে এসে তার মাত্র ৩ বলে ১৯ রান নিয়ে ম্যাচটি জিতে নেয় লখনৌ। অবশ্য সেদিন আরেক পেসার মাথিশা পাথিরানাও সেভাবে সফল ছিলেন না। তবুও বোলিং ইকোনমিতে বেশ পিছিয়ে মুস্তাফিজ, যা সর্বশেষ দুই ম্যাচেই দেখা গেছে। যদিও দুই উইকেট শিকার করেন ম্যাচগুলোতে। সবমিলিয়ে এবারের আইপিএলে ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন ফিজ। উইকেট শিকারের তালিকায় যৌথভাবে তার অবস্থান পাঁচে।
তবে সবমিলিয়ে চেন্নাইয়ের ঘরের মাঠ বিবেচনায় ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিশ্বস্ত ক্রিকেট সাইটগুলোও একাদশে দেখছেন এই টাইগার পেসারকে। জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ, এর আগে চেন্নাইয়ের দুটি ম্যাচেই তার খেলার সম্ভাবনা আছে। চেন্নাই-হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আরও পড়ুন
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। [ইম্প্যাক্ট প্লেয়ার : শার্দুল ঠাকুর]
হায়দরাবাদের সম্ভাব্য একাদশ : ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, আবদুল সামাদ, নীতিশ কুমার রেড্ডি, শাহবাদ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও মায়াঙ্ক মারকান্দে। [ইম্প্যাক্ট প্লেয়ার : টি নাতারাজন]
এএইচএস