মার্শের পরিবর্তে আফগান পেসারকে নিলো দিল্লি
আইপিএলে মাঝপথে অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের দলটি আফগানিস্তানের পেসার গুলবাদিন নাইবকে নিয়েছে। প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েছেন তিনি। যার জন্য দিল্লি খরচ করেছে ৫০ লাখ রুপি।
চোটে পড়ার আগে মার্শ দিল্লির হয়ে এবারের আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন। চোটের কারণে এবার আর মাঠে নামতে পারবেন না নিশ্চিত হওয়ার আগেই গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে ফিরে গেছেন তিনি। তবে তার ছিটকে যাওয়ার খবর ২২ তারিখে জানায় দিল্লি।
৩২ বছর বয়সী গুলবাদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তার শিকার মাত্র ২৬ উইকেট। তবে ওয়ানডেতে কিছুটা ভালো পরিসংখ্যান রয়েছে আফগান পেসারের। ৮২ ম্যাচে তার উইকেট ৭৩টি। পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পারেন। ওয়ানডেতে ১২৩১ রানের পাশাপাশি টি-টোয়েন্টিতে গুলবাদিন করেছেন ৮০৭ রান।
— Delhi Capitals (@DelhiCapitals) April 25, 2024
এদিকে, মার্শ আইপিএল শেষ হওয়ায় তার পুরো মনোযোগ এখন দেবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। যেখানে তিনি অস্ট্রেলিয়াকে আইসিসির এই মেগা টুর্নামেন্টটিতে নেতৃত্ব দিতে চলেছেন। তাই নিজ দেশের মাটিতে আগেভাগেই পুনর্বাসনের কাজও শুরু করে দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।
আরও পড়ুন
এবারের আইপিএলে অবশ্য বলার মতো কিছু করতে পারেননি মার্শ। উল্টো চার ম্যাচে তিনি ছিলেন দলের বোঝা হয়ে! দিল্লির হয়ে চার ম্যাচ খেলে মার্শ মাত্র ৬১ রান এবং মোটে এক উইকেট শিকার করেন। আগের আসরে তাকে ৬.৫ কোটি রুপিতে দলে কিনেছিল দিল্লি। সবমিলিয়ে তিনি খেলতে পারলেন মাত্র ৯ ম্যাচ। চলতি আসরে ঋষভ পান্তের দলটি ৯ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
এএইচএস