সেমিতে পুলিশ, গোল করে চলছেন ক্রিকেটার হালিমের ছেলে
প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে গত শুক্রবার বাংলাদেশ পুলিশ ১-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছিলেন ক্রিকেটার হালিম শাহর ছেলে কাজেম কিরমানি। আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপে শেখ জামালকে ৩-০ গোলে জয়ী হওয়ার ম্যাচেও তিনি এক গোল করেছেন। দেশি ফুটবলারদের গোল জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য স্বস্তির।
ঘরোয়া ফুটবলে এক দশক আগেও যথেষ্ট দাপট ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সেই দিন আর নেই। লিগের পাশাপাশি এবার ফেডারেশন কাপেও তারা বিবর্ণ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি ৩-০ গোলে জামালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। যদিও ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে প্রথম ২৩ মিনিটেই। পুলিশ ৩-০ গোলের লিড নেওয়ার পর জামাল খেলায় ফেরার চেষ্টা করলেও গোল পায়নি। তাই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়।
ম্যাচের ২ মিনিটে লিড নেয় পুলিশ। মোহাম্মদ মিঠুর ফ্রি-কিক থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার জাবোখির সখিমভ দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে পুলিশ। বাঁ প্রান্ত থেকে ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ একজনকে পরাস্ত করে ক্রস করেন। সেই ক্রসে সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে শাহ কাজেম দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে পা বাড়িয়ে জড়িয়ে দেন জালে। ২৩ মিনিটে শাহেদ মিয়ার ক্রসে আজমত আব্দুল্লায়েভ ব্যাক হিল থেকে নিশানাভেদ করেন।
বিরতির পর শেখ জামাল ম্যাচে ফেরার সর্বাত্মক চেষ্টা চালায়। ৬৩ মিনিটে জামাল শাখজদ সেমানভের ফ্রি-কিক রাসেল মাহমুদ লিটন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কর্নারের বিনিময়ে। ৬৮ মিনিটে পুলিশের জিল্লুর রহমানের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৮৬ মিনিটে জামালের আবু তোরের ফ্রি-কিক ক্রসবার ঘেষে গেলে গোল না করেই মাঠ ছাড়তে হয় জামালকে।
ফেডারেশন কাপের তিনটি কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। আগামী মঙ্গলবার ঢাকা আবাহনী ফর্টিজের বিপক্ষে শেষ কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে।
এজেড/এএইচএস