ডিপিএলের সুপার লিগে জায়গা পেল যারা
গতকাল শুক্রবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রাউন্ড রবিন লিগ। আর ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে সুপার লিগে খেলবে কারা। গেল বারের মতো এবারের ডিপিএলেও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আবাহনী। তবে সুপার লিগে খেলার সুযোগ হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নের মতো দলের।
পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকার সুবাদে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
গতকাল শেষ রাউন্ডে লিজেন্ডস অব রুপগঞ্জের বিদায়ে সুযোগ পেয়ে যায় গাজী গ্রুপ। সুপার লিগের পাঁচ ম্যাচের মধ্যে আর দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে আবাহনীর শিরোপা। গ্রুপ পর্বে শাইনপুকুর, মোহামেডান ও শেখ জামাল জয় পেয়েছে ৮টি করে ম্যাচে। প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ জিতেছে ৭টি করে ম্যাচ।
এদিকে রেলিগেশন লিগ খেলতে হচ্ছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে।
এসএইচ/এইচজেএস