পণ্ড ফাইনালে আবাহনী জয়ী
মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী–মোহামেডান। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আবাহনী ২ গোলে এগিয়েও ছিল। পরে মোহামেডান পিছিয়ে থেকে তিন গোল দিয়ে লিড নেয়। তবে দু’দলের খেলোয়াড়রা মারামারিতে জড়ানোর পর মোহামেডান আম্পায়ারের সিদ্ধান্ত না মানায় শেষপর্যন্ত আর নির্ধারিত সময়ের খেলা হয়নি। এতে বিজয়ী ঘোষণা করা হয় আবাহনীকে।
ম্যাচের বয়স তখন ৪৩। স্কোরলাইন ৩-২।মোহামেডান টানা তিন গোল করে যখন ম্যাচের আকর্ষণ চরমে। তখনই দুই দলের খেলোয়াড়রা আকস্মিকভাবে হাতাহাতিতে জড়ান। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে আবাহনীর এক আক্রমণে মোহামেডানের খেলোয়াড় পেছন থেকে ধাক্কা দেন। এতে চড়াও হন আবাহনীর খেলোয়াড়ও। এমন ঘটনায় টেন্ট থেকে মোহামেডানের খেলোয়াড়রা তেড়ে আসেন।
এই ঘটনার পর আম্পায়াররা মোহামেডানের ২ জনকে লাল কার্ড, একজন হলুদ এবং আবাহনীর একজনকে লাল ও হলুদ কার্ড দেখান। এ সময় মোহামেডান অতিরিক্ত লাল কার্ড নিয়ে আপত্তি করে। এ নিয়ে খেলা বন্ধ থাকে আধঘণ্টা। আম্পায়াররা মোহামেডানকে খেলার জন্য ডাকলেও তাদের অবস্থানে অনড় থাকায় খেলেনি। ফলে আম্পায়াররা খেলা শেষের বাঁশি বাজান। বাইলজ অনুযায়ী আবাহনী ৫-০ গোলে জয়ী হয়েছে।
আম্পায়ার শেষ বাঁশি বাজার পর আবাহনী-মোহামেডান দুই দলই উল্লাস করে। তখন ম্যাচের জয়ী কারা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘আম্পায়াররা নির্দিষ্ট সময় অপেক্ষা করেছে। এরপরও মোহামেডান আসেনি, তাই আম্পায়ার রিফিউজ টু প্লে করেছে। নিয়মানুযায়ী আবাহনী জয়ী।’
এজেড/এএইচএস