‘অনেক ক্ষুধার্ত ছিলাম’, ৫ উইকেট নিয়ে নাসুম
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না নাসুম আহমেদের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছেন এই বাঁ-হাতি স্পিনার। আজ (শুক্রবার) ডিপিএলে মিরপুর শের-ই বাংলার মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিনি ৫ উইকেট শিকার করেছেন। ফলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাঁহাতি এই স্পিনার।
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে জয় পেয়েছে তার দল মোহামেডানও। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসুম বলেন, ‘অনেকদিন ধরে ক্ষুধা নিয়ে ছিলাম। একটা-দুইটা করে উইকেট পেতাম। বোলারদের তালিকাতেও একদম তলানিতে আছি। অনেক বেশি ক্ষুধা ছিল আমার, ক্ষুধার্ত ছিলাম যাতে একটা ম্যাচে ক্লিক করব।’
নাসুমের লক্ষ্য নিজের মতো করে এগিয়ে যাওয়ার, ‘আগের ছন্দে ফিরে এসেছি কি না এখনও বুঝতে পারিনি। আরও কয়েকটা ম্যাচ রয়ে গেছে। সবসময় যেভাবে চেষ্টা করি সেভাবেই চালিয়ে যাচ্ছি। লক্ষ্য থাকে ডট বল করা আর যত কম রান দেওয়া যায়। পাওয়ার-প্লেতে আমি কখনও চ্যালেঞ্জ নিতে চাই না। একটা জায়গায় বল করে যাই, (রান) যতটা আটকানো যায়। কখনও (নির্দিষ্ট সংখ্যক উইকেটের) লক্ষ্য নির্ধারণ করি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে থাকি। যেটা মনের মধ্যে থাকে, প্রকাশ করি না।’
উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নাসুম আরও বলেন, ‘উইকেট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বোলারদের পক্ষে ৪০ ভাগ, ব্যাটারদের পক্ষে ৬০ ভাগ। অবশ্যই ভালো আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছে। আজ ভালো পারফর্ম করেছি, পরের ম্যাচে আরও ভালো আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারব।’
এদিন আগে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন নাসুমদের বোলিং তোপে ৩৪.৩ ওভারে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ সমান ৪৫ করে রান করেন মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস। বিপরীতে মোহামেডানের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন নাসুম, মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। জবাবে রানতাড়ায় মোহামেডান মাত্র ২৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে ব্রাদার্সের লক্ষ্য পেরিয়ে যায়। অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৯২ রান করেন।
এসএইচ/এএইচএস