আইপিএল ছেড়ে দেশে ফিরে গেলেন তারকা ক্রিকেটার
হ্যামস্ট্রিং ইনজুরির চিকিৎসার জন্য চলমান আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্শের ইনজুরি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কারণ আসন্ন বিশ্বকাপে তার নেতৃত্ব দেওয়ার গুঞ্জন রয়েছে।
এ কারণে চিকিৎসার জন্য দ্রুতই মার্শকে দেশে ফিরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মৌসুমে মার্শ আবারও আইপিএলে খেলতে নামবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়।
গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে সর্বশেষ ম্যাচ খেলেন দিল্লির মার্শ। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি। এরপর দিল্লির সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মার্শ। চলতি মৌসুমে ৪ ম্যাচ খেলে ৬১ রান এবং ১ উইকেট শিকার করেছেন মার্শ।
আইপিএল এলেই অবশ্য ইনজুরি প্রবণতা বেড়ে যায় মিচেল মার্শের। এখন পর্যন্ত মোটে ৪২ ম্যাচ খেলতে পেরেছেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ লিগে। ৪২ টি ম্যাচ খেলে আইপিএলে ১২৭.৬৪ স্ট্রাইক রেটে ৬৬৫ রান করেছেন মিচেল মার্শ। ৮.৫২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৩৭ টি।
এফআই