মুস্তাফিজের দুই উইকেট, অল্পতেই থামল কলকাতা
ইনিংসের প্রথম বলেই তুশার দেশপান্ডের বলে পয়েন্টে ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ফিল সল্ট রানের খাতা খোলার আগেই আউট। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের প্রথম বলের পরেই অনুমান করা গিয়েছিল চিপাকে খানিক কঠিন সময় অপেক্ষা করছে দুইবারের চ্যাম্পিয়নদের জন্য। সেই লক্ষ্যে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিল চেন্নাই।
মুস্তাফিজের জন্য আজ চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। ১৮তম ওভারে ক্যাচও উঠেছিল। উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের কাজটা নেওয়া হয়নি ধোনির। মুস্তাফিজের আগে কাজের কাজ করে রেখেছিলেন অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজা। এই দুজনের আঁটসাঁট বোলিংয়ের সুবাদে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার স্কোর উঠল মোটে ১৩৭।
ইনিংসের শেষ ওভারটাও করেছেন মুস্তাফিজ। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন ওই জাদেজার হাতেই। দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নিলেন দ্য ফিজ। শেষ ওভারে দিয়েছেন মোটে ২ রান।
চেন্নাইয়ের স্কোয়াডে ছিলেন না দুই গুরুত্বপূর্ণ বোলার দীপক চাহার এবং মাথিশা পাথিরানা। চাহারের বদলে আসা শার্দুল ছন্দে ছিলেন না মোটেই। তবে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। চিপাকের পিচে ফিজ কতখানি কার্যকর, তারই প্রমাণ দেখা গেল আবার। দ্বিতীয় উইকেট জুটিতে সুনীল নারিন ও অঙ্গকৃশ রঘুবংশীর দারুণ জুটির মাঝে হিসেবি বোলার ছিলেন ওই মুস্তাফিজই।
যদিও এমন দুর্দান্ত বোলিং ইনিংসের প্রায় সব কৃতিত্ব দেয়া যেতে পারে রবীন্দ্র জাদেজাকে। বল হাতে চেন্নাই যখন ধুঁকছিল, তখনই পরপর ব্রেকথ্রু এনে দিয়েছিলেন অভিজ্ঞ এই বোলার। একই ওভারে রঘুবংশী আর নারিনকে ফেরান এই স্পিনার। প্রথমজন হয়েছেন এলবিডব্লিউ এবং নারিন ক্যাচ দিয়েছেন থিকশানাকে। এক ওভার বিরতি দিয়ে আবার জাদেজার আঘাত। এবার আউট হয়েছেন ভেঙ্কেটশ আইয়ার।
মাঝের ওভারে কলকাতাকে চেপে ধরেছিলেন দেশপান্ডে এবং থিকশানা। দুজনের বোলিংয়ে দিশেহারাই ছিল তারা। দেশপান্ডে পরবর্তীতে রাসেল আর রিঙ্কু সিংয়ের দুই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। আর ইনিংসের শেষটা রাঙিয়েছেন মুস্তাফিজ। একই ওভারে আইয়ার এবং স্টার্ককে ফিরিয়ে পার্পল ক্যাপের দখল নিয়েছেন বাংলাদেশের এই বোলার।
জেএ