লিভারপুলের ‘সম্ভাব্য’ কোচের দিকে নজর বার্সেলোনারও!
ইয়ুর্গেন ক্লপ চলতি মৌসুম শেষেই লিভারপুলের দায়িত্ব ছাড়বেন— এই তথ্য পুরোনো। নতুন করে বেশ কয়েকজন অলরেডদের কোচ হওয়ার তালিকায় থাকলেও, স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমই শেষ পর্যন্ত সেই দৌড়ে এগিয়ে বলে জানা গেছে। মূলত জাবি আলোনসো বায়ার লেভারকুসেন কোচের দায়িত্ব ছাড়বেন না জানার পরই অ্যামোরিমের দিকে ঝুঁকে যায় লিভারপুল। তবে সেই কোচের প্রতি নাকি এখন বার্সেলোনাও আগ্রহী!
লিভারপুলের মতো চলতি মৌসুম শেষে কাতালুনিয়ার ক্লাবটিতেও বর্তমান কোচ জাভি হার্নান্দেজের বিদায়ঘণ্টা বাজছে। সে কারণে নতুন কাউকে পাওয়ার চেষ্টা করছে স্প্যানিশ চ্যাম্পিয়নরাও। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি– বার্সাও অ্যামোরিমকে কোচ হিসেবে পেতে চায়। তবে এখনও দু’পক্ষ আনুষ্ঠানিক আলাপে যায়নি। আর এই তথ্য সত্যি হলে ফুটবলারদের মতো এবার কোচ নিয়েও মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে দুই লিগের দুই জায়ান্ট লিভারপুল ও বার্সেলোনা। এছাড়া আরও একাধিক ক্লাবও নাকি অ্যামোরিমের প্রতি নজর রেখেছে।
এর আগে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, অ্যামোরিমকে আনতে লিভারপুলের খরচ হতে পারে ১ কোটি ২০ লাখ ৮০ হাজার পাউন্ড। চলতি মৌসুম শেষেই বর্তমান এই লিসবন কোচের ‘রিলিজ ক্লজ’ চড়া এই দামে পৌঁছাবে বলে জানিয়েছিল আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। তবে লিভারপুল যদি ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করে, তবে এই দাম ৮০ লাখ ৫০ হাজার পাউন্ডে নেমে আসতে পারে। পর্তুগিজ এই কোচকে নাকি মনে ধরেছে লিভারপুলের নীতিনির্ধারকদের। কারণ তার হাত ধরেই পর্তুগিজ ক্লাব লিসবন ১৯ বছর পর লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ঘরোয়া ফুটবলের একাধিক শিরোপাও জেতানো কোচের বাড়তি গুণ হিসেবে ধরা হচ্ছে বেশ ভালো ইংরেজি বলতে পারাকে।
— Miguel Delaney (@MiguelDelaney) April 2, 2024
তবে লিভারপুলের জন্য আমোরিমকে পাওয়া মোটেই সহজ হবে না। দলকে দারুণ সাফল্য এনে দেওয়া এক কোচকে ছাড়তে রাজি হবে না স্পোর্টিং লিসবন। তাছাড়া এখন পর্যন্ত আমোরিমের জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাবও দেয়নি অ্যানফিল্ডের ক্লাবটি। তাই লিভারপুলের সঙ্গে আমোরিমের চুক্তি আদৌ হবে কি না, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে। যদিও তাদের রাডারে আছেন ব্রাইটন কোচ রবার্তো ডি জার্বিও। তাকে পেতেও আমোরিমের সমপরিমাণ অর্থ খরচ হতে পারে অলরেডদের।
আরও পড়ুন
এদিকে, সম্প্রতি লিভারপুলে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে অ্যামোরিম বলেন, ‘আমি স্পোর্টিংয়ের দায়িত্বের দিকে মনোযোগী এবং তাদের কোচ হতে পেরেও আমি গর্বিত। এই মুহূর্তে আমরা শিরোপা জয়ের দিকে তাকিয়ে আছি, তবে পরবর্তীতে কী হয় আমরা শিগগিরই হয়তো দেখতে পাব। স্পোর্টিং লিসবনের সঙ্গে আমার এখনও চুক্তি আছে এবং এখানে আমি খুশি আছি। বর্তমানে বেনফিকাকে হারিয়ে কাপ শিরোপা জয়ের লক্ষ্য আমাদের।’
অন্যদিকে, গত ২৭ জানুয়ারি টানা ব্যর্থতার জেরে জাভি হার্নান্দেজ বার্সেলোনা দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। চলতি মৌসুম শেষ হলেই বার্সেলোনা ছাড়বেন জাভি। কাতালান ক্লাবটির অবস্থানও চলতি লা লিগায় সুবিধাজনক নয়। তবুও সাবেক এই তারকা মিডফিল্ডারকে রাখতে নাকি বোঝাপড়ায় নেমেছে বার্সা। তবে পিএসজির সঙ্গে আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে ক্লাবটির, হয়তো এরপর চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবে বার্সা কর্তৃপক্ষ।
এএইচএস