‘তরুণদের মধ্যে ক্ষুধা আছে’, খারাপ ফর্মের পরও মুমিনুল
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। যার কারণে সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও টাইগাররা হারের দ্বারপ্রান্তে রয়েছে। যার কারণে তারুণ্য নির্ভর টপঅর্ডার ব্যাটসম্যানদের নিয়ে চলছে সমালোচনা। যদিও প্রথম টেস্ট শেষে কোচ নিক পোথাস তাদের আরও সময় দেওয়ার কথা জানিয়েছিলেন। যথারীতি দ্বিতীয় টেস্টেও মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দিপু বলার মতো কিছু করতে পারেননি।
তবে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক জানালেন তাদেরও রান করার ক্ষুধা রয়েছে। এমনকি ডেডিকেশনেরও কমতি দেখছেন না তিনি। চতুর্থ দিনের খেলা শেষে তরুণদের নিয়ে মুমিনুল বলেন, ‘ওদের একটা জিনিস ভালো, ওদের ডেডিকেশন অনেক বেশি। তাদের মধ্যে হাঙ্গারনেস (ক্ষুধা) অনেক বেশি। (মাহমুদুল হাসান) জয় আর (শাহাদাত হোসেন) দিপু ওরা কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া কিন্তু অত সহজ না।’
যত বেশি খেলবে, তত ক্রিকেটারদের ভালো করার সুযোগ থাকবে বলে মনে করেন মুমিনুল, ‘ওদের মধ্যে এই ডেডিকেশন আছে সবসময়। এমনকি ৫০-৬০ করে আউট হলেও বুঝা যায় যে আসলে কত ইচ্ছা আছে বা নাই। এখনও অনেক ক্ষুধা আছে, ডেডিকেশন আছে দলের প্রতি। টেস্ট এমন এক জায়গা যত বেশি খেলবে তত ভালো খেলার চান্স থাকবে।’
আরও পড়ুন
টেস্টের পঞ্চম দিনে আগামীকাল (বুধবার) খেলতে নামবে বাংলাদেশ। যদিও তাদের হার প্রায় নিশ্চিত হয়ে গেছে। জয়ের জন্য প্রয়োজন ২৪৩ রান, হাতে রয়েছে কেবল ৩ উইকেট। আজ সকালে কি লক্ষ্য নিয়ে নেমেছিলেন এমন প্রশ্নে মুমিনুলের জবাব, ‘এভাবে টেস্ট ম্যাচ হয় না। আজকে একদিন কালকে একদিন এভাবে হয় না। এক ঘণ্টা করে করে খেলতে হয়। অল্প অল্প করে টার্গেট করে খেলতে হয়। এক সেশন দুই সেশন এভাবেই চেষ্টা করি। আজকেও এভাবেই (আগানোর লক্ষ্য) ছিল।’
এসএইচ/এএইচএস