শান্তর ‘আবেগি’ রিভিউ নিয়ে মিম কলকাতা পুলিশের
গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা হতাশায় পার করেছে বাংলাদেশ। লঙ্কানদের খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি বাংলাদেশি বোলাররা। কিছু সুযোগ তৈরি হলেও একাধিক ক্যাচ মিসে সেগুলো হাতছাড়া করেছেন ফিল্ডাররা। এমনকি রিভিউ নেওয়ার ক্ষেত্রেও যেন ছন্নছাড়া ছিল বাংলাদেশ। একাধিক রিভিউ নষ্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনেও প্রশ্ন উঠেছে শান্তর এমন রিভিউ নিয়ে। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বলেছেন, ‘আমরা এটা নিয়ে আলাপ করছি। আমরা রিভিউ নেওয়ার ক্ষেত্রে খুব ভালো করছি না। এটা পরিষ্কার। এখন পর্যন্ত এ ক্ষেত্রে আমরা জঘন্য। আমাদের একটা ভালো পন্থা বের করতে হবে। এটা পুরোটাই অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব। হয়তো পয়েন্ট ফিল্ডারেরও। এখন পর্যন্ত এই পন্থা কাজে দিচ্ছে না।'
'আমরা সিদ্ধান্ত নিচ্ছি আবেগ দিয়ে। ওই বল ঠিক ব্যাটের মাঝে লেগেছে। এটা বাজে রিভিউ ছিল। তবে রিভিউ নিয়ে কেউ ভয় পাক, আমি এটাও চাইব না। তবে আমাদের আরেকটু ভালো পন্থা বের করতে হবে।’-আরো যোগ করেন তিনি।
শান্তকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে—গতকাল তাইজুলের বলে কুশল মেন্ডিসের বিপক্ষে নেওয়া একটি রিভিউর। তাইজুলের করা বলটি সামনের পায়ে ভর করে সোজা ব্যাটে ডিফেন্স করেছিলেন মেন্ডিস। বল গিয়ে লাগে তার ব্যাটের ঠিক মাঝখানে। তখন ব্যাট আর প্যাডের মধ্যে কয়েক ইঞ্চির একটা দূরত্বও ছিল। শান্ত সেটিতে এলবিডব্লুর রিভিউ নেন। বল ট্র্যাকিং দেখে হেসেছেন শান্ত নিজেও!
এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ট্রল হচ্ছে এটা নিয়ে। এমনকি এটা নিয়ে মিম বানিয়েছেে কলকাতা পুলিশও।
#Link #scammers #BeVigilant #cybersecurity #BANvSL #DRS
Posted by Kolkata Police on Saturday, March 30, 2024
শান্তর রিভিউ নেওয়ার মুহূর্ত আর টিভি রিপ্লেতে দেখানো মেন্ডিসের মাঝ ব্যাটে বল লাগার মুহূর্তের ছবি দুটি নিয়ে মিম বানিয়েছে কলকাতা পুলিশ। মিমটিতে শান্তর ছবিটির পাশে তারা লিখেছে, ‘লোভনীয় লিংকে ক্লিক করার আগে...।’ আর মেন্ডিসের ব্যাটে বল লাগার মুহূর্তের ছবিটির পাশে লেখা, ‘পরে...।’
এইচজেএস