মুস্তাফিজ-পাথিরানা ইস্যুতে যে সমাধান দিলেন ইরফান-মুডিরা
দ্বিতীয় ম্যাচের শুরুটা আশা জাগানোর মতো হয়নি মুস্তাফিজুর রহমানের। কিন্তু শেষ ভালো যার, সবটাই ভালো তার। মুস্তাফিজের বেলায় তাইই হলো। গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের বড় জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দীপক চাহার, তুশার দেশপাণ্ডে। তবু শেষে দুজন বিগ হিটার ছিলেন। রাহুল তেওয়াতিয়া আর রশিদ খানকে ফিরিয়ে গুজরাটের নিভু নিভু স্বপ্নটাও শেষ করেছেন ফিজ। প্রথম দুই ওভারে ২৩ রান দেওয়া ফিজ, শেষ দুই ওভারে দিলেন মোটে ৭ রান। পেলেন দুই উইকেট।
বিজ্ঞাপন
৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এখন পর্যন্ত বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এরপরেও চেন্নাইয়ের একাদশে তিনি থাকবেন কি না, এই নিয়ে প্রশ্ন আছে বিস্তর। কারণটা মাথিশা পাথিরানা। গত আইপিএল আসরে পাথিরানা ছিলেন অসাধারণ। শিরোপার প্রশ্নে পাথিরানা ছিলেন ধোনির দলে বড় অস্ত্র।
মুস্তাফিজুর রহমান এবং চেন্নাই সুপার কিংস নিয়ে সব খবর পড়ুন এখানে
বিজ্ঞাপন
এই দ্বন্দের মাঝেই আইপিএলের তিন বিশ্লেষক টম মুডি, ইরফান পাঠান ও মিচেল ম্যাকলানাঘান তিনজন মিলে দিলেন তাদের নিজস্ব মত। তাদের ভাষ্য, এই দুই পেসারকে একসাথে রাখা উচিত একাদশে। সেক্ষেত্রে অবশ্য গতকালের ম্যাচের মতো স্পিনার মাহিশ থিকশানার একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।
বিজ্ঞাপন
চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে আলোচনায় সাবেক কিউই পেসার ম্যাকলানাঘান বলেন, 'এ মুহূর্তে থিকশানার সুযোগ দেখছি না। মুস্তাফিজ শেষদিকে কিছু দারুণ স্লোয়ার করেছে। উইকেটে কিন্তু খুব একটা সহায়তা ছিল না। গত ম্যাচে যেমন উইকেট থেকে সহায়তা পেয়েছিল আজ কিন্তু তা ছিল না। এখন পর্যন্ত মুস্তাফিজ টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার। পাথিরানা আবার খুব গতিময় বল করেছে।'
আরও পড়ুন
ইরফান পাঠান অবশ্য কিছুটা সহজ করে দিলেন চেন্নাইয়ের কাজ। সাবেক এই পেসার মনে করেন, অন্তত চেন্নাইয়ের হোম ম্যাচগুলোতে মুস্তাফিজ ও পাথিরানা দুজনকেই বল করানো যেতে পারে, ‘চেন্নাইয়ের উচিৎ মুস্তাফিজ ও পাথিরানা দুজনকেই খেলানো। যদি একজন না খেলে, ডেথ ওভারে একজন ভালো বোলার কমে যাবে। তুষার দেশপাণ্ডের ইকোনমি দশেরও বেশি। তাই যদি মুস্তাফিজ বা পাথিরানার মধ্যে যেকোনো একজনকে খেলানো হয়, তাহলে ক্লোজ ম্যাচগুলোতে ঝামেলায় পড়তে পারে।'
মুস্তাফিজের সাবেক কোচ টম মুডির চাওয়াও একই। থিকশানাকে বাইরে রেখে মুস্তাফিজ ও পাথিরানাকে খেলানর পক্ষে এই কোচ, 'থিকশানা ও মুস্তাফিজকে একাদশে রাখা গেলে, ড্যারিল মিচেল একটু চাপে পড়ে যাবে যদি থিকশানাকেও আনতে হয়।'
জেএ