আইপিএলে ফিরে এসেই বুমরাহর রেকর্ড
আইপিএলের গত মৌসুমটা জাসপ্রিত বুমরাহ মিস করে গিয়েছেন ইনজুরির কারণে। এরপর ফিরে এসে নিজের চেনা রূপটা ফিরে পেয়েছেন। বিশ্বকাপে আর এশিয়া কাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। আর গতকাল রোববার মুম্বাইয়ের হয়ে ফিরেছেন আইপিএলের মঞ্চে। আর ফেরার পর প্রথম ম্যাচেই গড়লেন রেকর্ড।
গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন ভারতের এই পেসার। তাতেই আইপিএলের ইতিহাসে অন্যরকম এক রেকর্ড করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি এই লিগে এ নিয়ে মোট ১৭ বার তিন উইকেট পেলেন বুমরাহ যা টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ।
গুজরাটের বিপক্ষে বুমরাহ এসেছিলেন ইনিংসের চতুর্থ ওভারে। এসেই দারুণ খেলতে থাকা ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন বুমরাহ। ওই ওভারে চার রান দেন তিনি। এরপর ১৩তম ওভারে বোলিংয়ে এসে মাত্র দুই রান দেন ২৮ বছর বয়সী এই পেসার। ডেথ ওভারে দুই ওভার বোলিং করেন বুমরাহ।
আরও পড়ুন
ইনিংসের ১৭তম ওভারে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট শিকার করেন বুমরাহ। আউট করেন গুজরাটের ইনিংসে সর্বোচ্চ রান করা সাই সুদর্শন ও ডেভিড মিলারকে।
গুজরাটের বিপক্ষে তিন উইকেট নিয়ে বুমরাহ এর আইপিএলে মোট উইকেট সংখ্যা ১৪৮টি। এই জন্য তাকে খেলতে হয়েছে ১২১টি ম্যাচ। ২২.৯২ গড়ে পেয়েছেন উইকেটের দেখা। আর দুইটি উইকেট পেলেই বুমরাহ ঢুকে পড়বেন আইপিএলে ১৫০ উইকেট শিকারীদের ক্লাবে। যে তালিকায় তিনি বসবেন সুনীল নারিন, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং এর মতো তারকাদের পাশে।
জেএ