জন্মদিনে ফিফটি তামিমের, প্রাইম ব্যাংকের বড় জয়
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরের সেরা রান সংগ্রাহক হয়েছিলেন তামিম ইকবাল। তবে বিপিএলের সেই ফর্ম টেনে আনতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আসরের শুরুর কয়েক ম্যাচে টানা ব্যর্থ ছিলেন এই অভিজ্ঞ ওপেনার। অবশেষে আজ নিজের জন্মদিনে রানের দেখা পেয়েছেন তিনি। তার দুর্দান্ত ফিফটিতে রূপগঞ্জ টাইগার্সকে ৮ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।
বুধবার (২০ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩১ ওভার ১ বলে ১৩২ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। জবাবে খেলতে নেমে ২৯ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় প্রাইম ব্যাংক। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম ইকবাল দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৭৮ বলে ৬৭ রান করে তামিম ফিরলে ভাঙে ১১৮ রানে উদ্বোধনী জুটি। তামিম ফেরার পর আরেক ওপেনার ইমনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ইনফর্ম এই ব্যাটার ৭৫ বলে করেছেন ৫০ রান।
দুই ওপেনার ফেরার পর বাকি কাজটা সহজেই সেরেছেন নাইম ইসলাম ও বিশাল চৌধুরী। রূপগঞ্জ টাইগার্সের হয়ে একটি করে উইকেট পেয়েছেন জনি ও মামুন।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রূপগঞ্জ। যদিও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে একাই লড়াই করেছেন শামসুর রহমান শুভ। তিনি ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেললেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। তাতে ১৩২ রানেই থামতে হয় তাদের।
এইচজেএস