টেস্টের পর আইপিএলের শুরুতেও নেই হাসারাঙ্গা
ক্রিকেটভক্তদের বেশ চমকে দিয়ে যেমন টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছিলেন, ঠিক তেমনি আচমকা অবসর ভেঙে শ্রীলঙ্কার সাদা পোশাকের দলে যুক্ত হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তার এই অবসর ভাঙাকে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিষেধাজ্ঞার ফলে খেলতে পারবেন না হাসারাঙ্গা। তিনি টেস্টে না ফিরলে সেই নিষেধাজ্ঞা বলবৎ হতো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে। একই কারণে আইপিএলের শুরুতেও থাকছেন না লঙ্কান তারকা।
সবমিলিয়ে যদি হাসারাঙ্গার টেস্টে ফেরাটা কৌশলের অংশ হয়ে থাকে, তাহলে এতে বড় লাভ হয়েছে শ্রীলঙ্কারই। কারণ বাংলাদেশের সঙ্গে চলমান সিরিজের পর বিশ্বকাপের আগে লঙ্কানদের আর ম্যাচ নেই। সে কারণে তিনি নিষেধাজ্ঞা পেলে বিশ্বকাপের প্রথম চার ম্যাচে এই তারকা অলরাউন্ডার খেলতে পারতেন না। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা। বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারে ঘটনা—রিশাদ হোসেনের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেছিল শ্রীলঙ্কা। বল ট্র্যাকিং দেখায় আম্পায়ার্স কল, ফলে বেঁচে যান রিশাদ। সে ওভারের পর আম্পায়ারের হাত থেকে নিজের ক্যাপ ছিনিয়ে নেন হাসারাঙ্গা। একই সময় আম্পায়ারিং নিয়ে বাজে কথাও বলেন তিনি।
এ ঘটনায় আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন হাসারাঙ্গা। এই অপরাধের শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আর আগে থেকেই তার নামের সঙ্গে ছিল ৫টি ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে গত ২৪ মাসের মধ্যে এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে ৮টি ডিমেরিট পয়েন্ট।
আরও পড়ুন
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৭-৮টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে ২ টেস্ট বা ৪টি ওয়ানডে অথবা সম পরিমাণ টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার। হাসারাঙ্গার ডিমেরিট পয়েন্ট সংখ্যা ৮ হওয়ায়, এবার ২ টেস্টের জন্য নিষিদ্ধ হলেন তিনি।
এদিকে, ছোট একটা ক্ষতিও হয়েছে হাসারাঙ্গার। লঙ্কানদের টেস্ট দলে থাকার কথা ছিল না ২৬ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডারের। সে হিসেবে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের শুরু থেকেই তিনি খেলতে পারতেন। কিন্তু কৌশলের কারণেই হোক কিংবা সত্যিকার অর্থেই অবসর ভেঙে ফেরা– যাই হোক না কেন, নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও হাসারাঙ্গাকে জাতীয় দলের ডাগআউটে উপস্থিত থাকতে হবে। সে কারণে তিনি আইপিএলের তিন ম্যাচ মিস করতে যাচ্ছেন!
এবারের আইপিএলে লঙ্কান তারকাকে দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এবার শুরু থেকেই তার খেলার কথা ছিল। কিন্তু আগামী ৪ এপ্রিল পর্যন্ত টেস্ট সিরিজ চলমান থাকায়, তিনি এর আগে ভারতের উড়াল দিতে পারবেন না। আগের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন হাসারাঙ্গা। এবারের মৌসুমে দলটি তাকে ছেড়ে দেয়। এরপর মিনি নিলাম থেকে তাকে কিনে নেয় হায়দরাবাদ।
উল্লেখ্য, আগামী শুক্রবার আইপিএলের সপ্তদশ আসরের পর্দা উঠছে। আসর শুরুর পরদিনই (২৩ মার্চ) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। এরপর ২৭ ও ৩১ মার্চ তাদের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এএইচএস