পিএসএল ফাইনাল চলাকালে ড্রেসিংরুমে ধূমপান ইমাদের (ভিডিও)
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল চলাকালে একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। গতকালকের (সোমবার) ফাইনালে ড্রেসিংরুমে বসে ধূমপান করছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের ইমাদ ওয়াসিম। ক্যামেরায় ধরা পড়ে গেছেন বুঝে দ্রুত সিগারেট লুকিয়ে ফেলতে দেখা যায় তাকে। যদিও শেষ রক্ষা হয়নি। সাজঘরে ইমাদের এমন কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এখনও দাপট দেখাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পিএসএলে তার পারফরম্যান্সে ভর করেই ২০১৮ সালের পর শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।
— Babar Azams Army (@army_babar56) March 18, 2024
চলতি আসরে সবশেষ তিন ম্যাচে ইসলামাবাদকে জিতিয়েছিলেন ইমাদ ওয়াসিম। মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালের মঞ্চেও ছড়ি ঘুরালেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। যা পিএসএলের ফাইনালের ইতিহাসে কোনো বোলারের সেরা কীর্তি। ইমাদের দাপটেই মোহাম্মদ রিজওয়ানের মুলতান থেমে যায় ১৫৯ রানে। ৫ উইকেট নিয়ে সাজঘরে ফিরে ধূমপান করতে দেখা যায় ইমাদকে। তার ধূমপান কাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এ ঘটনায় এখনো শাস্তি ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
খেলার মাঝে ধূমপান করার ঘটনা যদিও ক্রিকেটে নতুন নয়। অস্ট্রেলিয়া তারকা শেন ওয়ার্নের ধূমপানের বদ অভ্যাসের কথা কে না জানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে একবার সাইটস্ক্রিনের পেছনে দাঁড়িয়ে তাকে ধূমপান করতে দেখা গিয়েছিল। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে দাঁড়িয়েই ধূমপান করে শাস্তি পেয়েছিলেন আফগান উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ।
এফআই