হার্দিককে আটকাতেই চাননি গুজরাট কোচ নেহরা
আইপিএল শুরুর আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কম জলঘোলা হয়নি। গুজরাট থেকে তাকে ফিরিয়ে আনতে রীতিমত ঘাম ঝরিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তাব্যক্তিরা। গুজরাট টাইটান্সের কাছ থেকে অনেকটা ছিনিয়ে নিয়েছিল হার্দিক পান্ডিয়াকে এমন খবরও চাউর হয়েছিল। তাতেই অবশ্য ক্ষান্ত হয়নি মুম্বাই। রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কই করে দেওয়া হয়েছে হার্দিককে।
কিন্তু গুজরাট টাইটান্সের কোচ আশিষ নেহরার দাবি, হার্দিকের জন্য কোনোপ্রকার জোর করেনি তার দল। অনেকটা স্বেচ্ছায় এই অলরাউন্ডারকে যেতে দিয়েছেন বলে দাবি গুজরাট কোচের, ‘আমি হার্দিককে থাকার জন্য রাজি করাতে যাইনি। যত খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে। ও যদি মুম্বাই ছাড়া অন্য কোনও দলে যেত, আমি আটকাতাম। কিন্তু গুজরাটের হয়ে হার্দিক খেলেছে দু’বছর। মুম্বাইয়ের হয়ে ৫-৬ বছর খেলেছে ও। সেই দলেই ফিরেছে হার্দিক।
হার্দিকের এই দলবদল নিয়ে নানা প্রশ্নই উঠেছিল। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন বলেছিলেন, ক্রিকেটেও ফুটবলের মতো দলবদল হতে পারে সামনের দিনগুলোতে। তাতে সায় দিয়েছেন নেহরা নিজেও, ‘ক্রিকেট যে ভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে ফুটবলের মতোই দলবদল হবে। হার্দিকের সামনে নতুন পরীক্ষা। আশা করি ও সাফল্য পাবে।’
হার্দিক না থাকায় গুজরাটকে এ বার নেতৃত্ব দেবেন শুভমান গিল। নেহরা মনে করেন শুভমানের নেতৃত্বের দিকে গোটা দেশ তাকিয়ে থাকবে, ‘শুধু আমি নই, গোটা দেশ তাকিয়ে রয়েছে শুভমানের দিকে। ও সেই ধরনের ক্রিকেটার। শুভমান তিন ধরনের ক্রিকেটেই ভাল খেলতে চায়। আমরা চাই ও শুধু অধিনায়ক নয়, মানুষ হিসাবেও আরও বড় হয়ে উঠুক। ভাল মানুষ হয়ে উঠলে, দলকে ভাল নেতৃত্বও দেবে সে।’
শুভমানের প্রতি নেহরার এতই আস্থা, তার অনভিজ্ঞতার প্রশ্নেও বিচলিত নন তিনি, ‘হার্দিকও প্রথম বার গুজরাতকে নেতৃত্ব দিয়েছিল। এর আগে অনেকেই প্রথম বার কোনও না কোনও দলকে নেতৃত্ব দিয়েছিল। নীতীশ রানা, শ্রেয়াশ আইয়ারের মতো ক্রিকেটারকে আইপিএলে প্রথম বার নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। দেখা যাক শুভমান কী ভাবে সেটাকে সামলায়।’
শুধু হার্দিকই না, এবার আইপিএলে গুজরাট মিস করবে নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ শামিকেও। তাদের অভিজ্ঞতা দলে না থাকায় অবশ্য কিছুটা হতাশ সাবেক এই পেসার, 'অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না। হার্দিক পান্ডিয়া বা মোহাম্মদ শামির তেমনই কোনও বিকল্প হয় না। এটাই তো শেখার জায়গা। দলকে এগিয়ে যেতে হবে।'
জেএ