২০ বছর পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ, প্রতিপক্ষ কারা?
পাকিস্তানে ক্রিকেট ফিরেছে বেশ অনেকটা দিন আগেই। নিয়মিত আয়োজন চলছে দ্বিপাক্ষিক সিরিজ। তবে সেখানে এখনো নেই কোনো প্রকার বহুজাতিক টুর্নামেন্ট। এবার কাটতে পারে সেই অচলাবস্থা। আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। যদিও সেই সিরিজে ভারত খেলবে কি না, অথবা শেষ সময়ে নতুন কোনো জটিলতা দেখা যাবে কি না, তা নিয়েও আছে নানা আলোচনা।
তবে সেই সিরিজের আগে অন্তত একটি বহুজাতিক টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক হলেও সেই টুর্নামেন্ট পুরোপুরি নিজেদের মতো করে আয়োজন করতে পারেনি বাবর আজমদের দেশ। এবার সেই জটিলতাও কাটতে চলেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানিয়েছে পিসিবি। শেষ বার ২০০৫ সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল তারা। সেই হিসাবে ২০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার হবে এক দিনের ত্রিদেশীয় সিরিজ।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সম্প্রতি বৈঠক করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চেয়ারম্যান লসন নায়ডু এবং নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান রজার টুসের সঙ্গে। দু’দেশে ক্রিকেট বোর্ডই পাকিস্তানের এমন প্রস্তাবে সাড়া দিয়েছে। এই সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবেই দেখতে চাইছেন তারাও।
আরও পড়ুন
পাকিস্তান শেষ ত্রিদেশীয় সিরিজ অংশগ্রহণ করেছিল ২০০৮ সালে। বাংলাদেশের মাটিতে সেই সিরিজে তৃতীয় দল ছিল ভারত। আর নিজেদের দেশে ২০০৪ সালের অক্টোবরে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে শেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পিসিবি।
পিসিবি চেয়ারম্যান মহসিক নকভি নিজেই নিশ্চিত করেছেন ত্রিদেশীয় সিরিজের কথা, ‘দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ খেলতে সম্মত হওয়ায় আমরা খুশি। দু’দেশের বোর্ডকেই ধন্যবাদ। আশা করি একটা উত্তেজক সিরিজ উপহার পাবেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের সেরা আট দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্রতিযোগিতা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি পাওনা।’
জেএ