এক ইনিংসে সৌম্য’র দুই রেকর্ড
তাওহীদ হৃদয়ের প্রায় সেঞ্চুরি (৯৬) ছোঁয়া ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৮৬ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। আজকের (শুক্রবার) ম্যাচ দিয়ে টাইগাররা সিরিজ নিশ্চিত করতে চায়। যদিও তাদের শুরুটা হয়েছিল বাজেভাবে। কারণ দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার লিটন দাস ফিরে যান। এরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন সৌম্য সরকার। ৬৮ রানের ইনিংস খেলার পথে তিনি দুটি রেকর্ড গড়েছেন।
জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্যাট হাতে দারুণ প্রতিভা দেখানো সৌম্য সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকতার চরম অভাব দেখিয়েছেন। তবুও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়ায় তিনি বেশ সুযোগও পেয়েছেন। জাতীয় দলে ঢোকার পথ তৈরি করতে খেলেছেন এইচপি কিংবা জুনিয়র দলগুলোর সঙ্গেও। যেখানে পারফর্ম করে তিনি ফের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়ে উঠছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইনিংস বড় করতে না পারলেও, আজ দলের প্রয়োজনে খেলেছেন কার্যকরী ইনিংস।
৬৬ বল মোকাবিলায় তিনি মেরেছেন ১১টি চার ও একটি ছক্কা। এই ইনিংসের পথেই সৌম্য ওয়ানডে ক্যারিয়ারের দুই হাজার রান পূর্ণ করেছেন। যা বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। এমন কীর্তি গড়তে বাঁ-হাতি এই ওপেনার ৬৮টি ওয়ানডে খেলেছেন। ৬৪ ইনিংসে ৩৩.৫৩ গড় এবং ৯৭.৪৮ স্ট্রাইকরেট ২০১২ রান করেছেন সৌম্য। এমন কীর্তি গড়তে ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান তিনটি সেঞ্চুরির সঙ্গে ওয়ানডেতে ১২টি ফিফটি হাঁকিয়েছেন।
এর আগে টাইগারদের হয়ে সবচেয়ে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড ছিল দুজনের। এতদিন পর্যন্ত যৌথভাবে দ্রুততম ওই কীর্তিতে শীর্ষে থাকা শাহরিয়ার নাফিস ও লিটন দাসের লেগেছিল সমান ৬৫ ইনিংস। তাদের দুজনকেই টপকে গেছেন সৌম্য। ২০১১ সালে চট্টগ্রামের একই ভেন্যুতেই সাবেক ক্রিকেটার নাফিস নেদারল্যান্ডসের বিপক্ষে ২ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন। এরপর যা টিকেছিল এক যুগ। এরপর গত বছর সমানসংখ্যক ইনিংসে দুই হাজার রান পূর্ণ করে নাফিসের পাশে বসেন লিটন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের ম্যাচটি হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে।
আরও পড়ুন
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সকল আপডেট দেখুন এখানে
এদিকে, দশম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুই হাজারি রানের মাইলফলক পূর্ণ করেছেন সৌম্য। তার আগে থাকা ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই বর্তমানেও খেলছেন। সৌম্য’র সামনে সবার আগে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সাবেক দুই ব্যাটসম্যান হাবিবুল বাশার (২১৬৮) ও শাহরিয়ার নাফিসকে (২২০১)। ফরম্যাটটিতে সর্বোচ্চ রান নিয়ে বাংলাদেশের সেরা রানসংগ্রাহক তামিম ইকবাল (৮৩৫৭)। এরপর যথাক্রমে আছেন মুশফিকুর রহিম (৭৭৫৫), সাকিব আল হাসান (৭৫৭০), মাহমুদউল্লাহ রিয়াদ (৫৩৮৫) ও মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮)।
এএইচএস