লজ্জার রেকর্ডে তামিমদের পেছনে ছুটছেন লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও ভালো যায়নি বাংলাদেশের ওপেনার লিটন দাসের। একমাত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৩৬ রানের ইনিংস। এর আগে প্রথম ম্যাচে ডাক (শূন্য) মারার পর তৃতীয় ম্যাচেও মাত্র ৭ রান করেন। লঙ্কানদের বিপক্ষে এখন চলছে টাইগারদের ওয়ানডে সিরিজ। ফরম্যাটটিতেও এই ডানহাতি ওপেনারের শুরুটা হয়েছিল গোল্ডেন ডাক দিয়ে। দ্বিতীয় ম্যাচেও আজ (শুক্রবার) সেই ডাক নিয়েই ফিরেছেন।
এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডেতে ক্ল্যাসিকাল এই ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। যা তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ঘটনা। এর আগে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পরপর দুই ম্যাচে লিটন এমন তিক্ত স্বাদ পেয়েছিলেন। কেবল তাই নয়, টাইগার এই ওপেনার ৯১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেও শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় আছেন ওপরের দিকে।
আরও পড়ুন
লঙ্কানদের বিপক্ষে এদিন ম্যাচের তৃতীয় ডেলিভারিতে দিলশান মাদুশঙ্কার বলে লেগ স্কয়ারে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। দলীয় রানের খাতা খোলার আগেই তিনি আরেকবার বিপর্যয়ের শুরুটা করে দিয়ে গেলেন। ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় লিটন আছেন চার নম্বরে। ফরম্যাটটিতে ৯১তম ম্যাচ খেলা লিটন আজ মেরেছেন ১৪তম ‘ডাক’। আর এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন মোহাম্মদ আশরাফুলকে। ওয়ানডেতে তার ডাক ছিল ১৩টি।
টাইগারদের মধ্যে সর্বোচ্চ শূন্য করার দিক থেকে সবার ওপরে আছেন তামিম ইকবাল। ২৪৩ ওয়ানডেতে তিনি ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে সবমিলিয়ে সর্বোচ্চ ডাক খাওয়া দেশীয় ক্রিকেটারদের মধ্যেও দেশসেরা এই ওপেনার আছেন শীর্ষে। সর্বমোট ৩৯১ ম্যাচে তার ডাকসংখ্যা ৩৬টি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সব আপডেট পড়ুন এখানে
ওয়ানডেতে লজ্জার এই রেকর্ডে তামিমের পরের অবস্থানে আছেন হাবিবুল বাশার (১৮) এবং মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিক (দুজনই ১৫)। তাদের ছাড়িয়ে যাওয়ার বেশ সম্ভাবনা আছে লিটনের সামনে!
এএইচএস