তিনে ব্যাট করতে নেমেও ব্যর্থ তামিম
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল কদিন আগেই ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন বিপিএল শিরোপা। তবে ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি তার।
নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৫ বলে ১৭ রানে থেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়কের ইনিংস।
আজ (বৃহস্পতিবার) বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে টসেও ছিলেন না তামিম ইকবাল। এদিন টস করেছেন মোহাম্মদ মিঠুন। ইনিংস উদ্বোধনীতেও দেখা যায়নি তামিমকে। ওপেন করতে নামেন শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ ইমন। অবশ্য সফল হয়েছেন তরুণ এই দুই ব্যাটার। দুজনেই ম্যারাথন ইনিংসে ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেয়েছেন। জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই দুই ব্যাটারের ওপেনিং জুটি থেকে আসে ২৪৬ রান।
দীপু ১১৯ রানে আউট হলে ক্রিজে আসেন তামিম। আজও ইনিংস বড় করতে পারলেন না। ইনিংসের ৪১ তম ওভারে সালাহউদ্দিন শাকিলের বলে মিডঅফে রাহির হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৬ রান।
তামিম ফিরলেও এরই মধ্যে দুই ওপেনারের সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৩৫ রান।
এদিকে, টসের সময় তামিমের না থাকা কিংবা ব্যাটিং অর্ডার বদলানোর নেপথ্যে জ্যাম। জানা গেছে, জ্যামের কারণেই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেননি তামিম।
এফআই