‘এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল হয়ে যাই’
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সিলেটের মাটিতে তিন ম্যাচের একটিতে কেবল জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। সেই দুঃস্মৃতি ভুলে নতুন মিশনে টাইগাররা এখন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
প্রথম ওয়ানডের আগের দিন আজ মঙ্গলবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ম্যাচ দেখতে দর্শকদের সমাগম খুব একটা হবে না চট্টগ্রামে, কেননা টাইগাররা খুব একটা আকর্ষণ করতে পারেনি বন্দরনগরী দর্শকদের।
টাইগার অধিনায়ক বলেন, 'এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।'
শান্ত অবশ্য দর্শকদের সমর্থন গ্রহণ করার পাশাপাশি, দুয়োধ্বনিও গ্রহণ করছেন। তিন ফরম্যাটের নতুন অধিনায়ক বিশ্বাস করেন দর্শকরা আশা করেন আরো ভালো ক্রিকেট খেলার।
আরও পড়ুন
শান্তর ভাষ্যে, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'
এসএইচ/এফআই