ফুটবল ও আরচ্যারিতে নারী দিবস পালন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্য অনেক। যদিও আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশে সেভাবে পালিত হয় না। সাম্প্রতিক সময়ে ফুটবল ও আরচ্যারি ফেডারেশন এই দিনটি উদযাপন করছে।
আজ (শুক্রবার) বিকেলে বাফুফে ভবনের আর্টিফিশিয়াল টার্ফে ক্ষুদে ও অনেক তরুণী ফুটবলার এসেছিলেন। তাদের সঙ্গে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ অনেকে সময় কাটান। বাফুফে টার্ফে কিছু সময় বল নিয়ে খেলেছেনও ক্ষুদে ফুটবলাররা। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে আগত নারীদের সনদ প্রদান করে বাফুফে। এশিয়ান কনফেডারেশনকে অনুসরণ করে বাফুফে এই নারী দিবস উদযাপন করেছে।
নারী দিবসে শুধু নারীদের জন্য আরচ্যারি প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। যেখানে আর্মি আরচ্যারি তিনটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। নারী দিবস আরচ্যারিতে দেশসেরা আরচ্যার অংশগ্রহণ করলেও তিনি রিকার্ভ ইভেন্টে সেরা হতে পারেননি।
এজেড/এএইচএস