কিউই অলরাউন্ডারকে ভবিষ্যৎ তারকা বলছেন লায়ন
ভারত বিশ্বকাপে খেলারই কথা ছিল না রাচিন রবীন্দ্রের। কেন উইলিয়ামসনের চোটে নিয়মিত একাদশে খেলার সুযোগ পান এই অলরাউন্ডার। তাতেই করেছেন বাজিমাত। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ভালোভাবেই ছিলেন সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে। শেষ পর্যন্ত তা না হলেও ঠিকই সবার নজর কেড়েছেন এই তরুণ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজেও ধারাবাহিক রবীন্দ্র। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ নাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ অফ স্পিনারের মতে, তারকা ক্রিকেটার হওয়ার পথে আছেন রবীন্দ্র।
তিনি বলেন, 'রাচিনকে সত্যিই ভালো ক্রিকেটার মনে হচ্ছে। এই প্রথম আমি তাকে বোলিং করলাম। বিশ্বকাপের সময় তাকে অনেক দেখেছি এবং সে সুপারস্টার হতে যাচ্ছে।'
দলের বিপদে রবীন্দ্র যেভাবে খেলছেন, তাতে কৃতিত্ব দিতে ভোলেননি লায়ন। তবে এখনও অস্ট্রেলিয়ার জয়ের সুযোগ আছে বলেই মনে করেন তারকা এই স্পিনার।
লায়ন বলেন, 'কৃতিত্ব যেখানে দেওয়ার সেখানে দিতেই হবে, সে এখানে খুবই ভালো খেলেছে। তবে জানি, আমরা যদি তাদের ওপর চাপ তৈরি করতে পারি এবং তাদের ডিফেন্সকে লম্বা সময় ধরে চ্যালেঞ্জ জানাতে পারি, আশাকরি তাদেরকে হারাতে পারব।'
এইচজেএস