আইপিএলের আগে রাহুলকে নিয়ে শঙ্কা, লখনৌর নেতৃত্বে যিনি!
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। চোটের কারণে প্রথম টেস্টের পর থেকেই স্বাগতিকরা তাকে পাচ্ছে না। তবে তাকে দ্রুত মাঠে ফেরাতে বেশ তৎপর ভারত, চিকিৎসার জন্য রাহুলকে লন্ডনে পাঠানো হয়েছে। এদিকে, শঙ্কা রয়েছে আইপিএলের শুরুর কয়েক ম্যাচে লখনৌ জায়ান্টসের এই অধিনায়ক পাওয়া নিয়ে। সে কারণে তারা বিকল্প নেতার নামও ঘোষণা দিয়েছে।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘বিসিসিআইয়ের মেডিক্যাল দল রাহুলের বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। লন্ডনে যোগাযোগ চলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। যদি বাড়তি কোনো চিকিৎসা দরকার হয় সেটা রাহুলকে দেওয়া হবে।’
এর পরপরই আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ তাদের সহকারী অধিনায়কের নাম ঘোষণা করে। রাহুলের সহকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরানকে। রাহুল না থাকলে লখনৌর নেতৃত্বভার পড়বে তার কাঁধে। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠবে আইপিএলের ১৭তম আসরের। যেখানে শুরুর কয়েক ম্যাচে রাহুলের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
— Lucknow Super Giants (@LucknowIPL) February 29, 2024
আইপিএলের গত আসরেও চোটের কারণে শেষদিকে বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি রাহুল। সে কারণে লখনৌকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। এবার হার্দিক পান্ডিয়ার এই সহোদরকে দায়িত্ব দেয়নি দলটি। লখনৌর বিকল্প অধিনায়ক পুরান। গত আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটি ক্যারিবীয় এই ব্যাটারকে ১৬ কোটি রুপি দিয়ে কিনেছিল। যেখানে ১৫ ম্যাচে পুরান করেছিলেন ৩৫৮ রান। গড় ২৯.৮৩, স্ট্রাইকরেট ১৭২.৯৫।
আরও পড়ুন
আগামী ২৪ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নামবে লখনৌ। এর আগেই রাহুলের সুস্থ হয়ে ওঠার আশায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ভারতের হারের পর ঊরুতে ব্যথা অনুভবের কথা টিম ম্যানেজমেন্টকে জানান রাহুল। বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তাকে পুনর্বাসনে রেখে চিকিৎসা শুরু করা হয়। তখন বলা হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে সিরিজের চতুর্থ টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন রাহুল। নির্বাচকেরাও সুস্থ হয়ে ওঠার শর্তসাপেক্ষে তাকে টেস্ট স্কোয়াডে রেখেছিলেন।
কিন্তু পরের টেস্টের ভেন্যু রাজকোটে যেতে পারেননি রাহুল। ঊরুতে শতভাগ স্বস্তি অনুভব করেননি সে সময়। যদিও এনসিএ স্ক্যান রিপোর্টে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। লন্ডনের বিশেষজ্ঞরা এই চোট নিয়ে রিপোর্ট দেওয়ার পর ক্রিকেটে ফিরতে এনসিএর অনুমোদন লাগবে রাহুলের।
এএইচএস