পঞ্চম শিরোপার সামনে কুমিল্লা, যা বলছেন জাকের
সাম্প্রতিক আসরগুলোতে বিপিএলের ফাইনাল মানেই, সেখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নাফিসা কামালের দলটি ২০১৫ সাল থেকে বিপিএলে খেলছে। ছয়বারের অংশগ্রহণে তারা চারবারই শিরোপা ঘরে তুলেছে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এবারও তারা ফাইনালে উঠেছে। যেখানে লিটন দাসের দলটি মোকাবিলা করবে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের।
আগামীকাল দশম বিপিএলের ফাইনালে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দল দুটি। তার আগে আজ আনুষ্ঠানিক ফটোসেশনে দুই দলের দুজন প্রতিনিধি অংশ নেন। যদিও সেই আনুষ্ঠানিকতায় কোনো দলের অধিনায়ককেই দেখা যায়নি। ঢাকার পাশে আহসান মঞ্জিলে হয় এই ফটোসেশন। স্বাভাবিকভাবেই লিটন দাস ও তামিম ইকবালের সেখানে থাকার কথা ছিল। তবে হিসাব উল্টে দিয়ে বরিশালের হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার প্রতিনিধি জাকের আলি অনিক।
সেখানেই নিজেদের পঞ্চম শিরোপা জয়ের প্রসঙ্গে কথা বলেন জাকের আলি। তিনি বলেন, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না। ফাইনালে পারফর্ম করেই কুমিল্লা প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরে এর ব্যতিক্রম থাকবে না। ফাইনালে উঠেছি, এখানেও আমাদের লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্স করা।’
তবে নিজেদের অতীত পরিসংখ্যানকে স্মরণ করে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও জানিয়েছেন জাকের, ‘যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয়, একটা জিনিস হচ্ছে কুমিল্লা এসব বড় ম্যাচ খেলে অভ্যস্ত। কুমিল্লা ফাইনাল খেলে অভ্যস্ত। দল হিসেবে আমরা জানি কীভাবে বড় পারফরম্যান্স করতে হয়। ওইদিকেই ফোকাস থাকবে। ওই অনুযায়ী খেলার চেষ্টা করব।’
আরও পড়ুন
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের সেরা ক্রিকেট খেলার কথা জানালেন কুমিল্লার এই মারকুটে ব্যাটার, ‘যেহেতু ফাইনাল ম্যাচ। অবশ্যই বরিশাল দল অনেক ভালো খেলেই ফাইনালে এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সবসময় সব দলকে সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সেরা ক্রিকেট খেলতে। ফাইনালেও আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
এসএইচ/এএইচএস