সফল অস্ত্রোপচার শামির, তবুও বিশ্বকাপে অনিশ্চিত
চোটের কারণে ঘরের মাঠের ইংল্যান্ড সিরিজে খেলতে পারছেন না মোহাম্মদ শামি। এমনকি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) মাঠে নামতে পারবেন না এই পেসার। গোড়ালির এই চোট সাড়াতে এবার অস্ত্রোপচার করিয়েছেন শামি।
গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) লন্ডনে অস্ত্রোপচার হয়েছে শামির। সফল অস্ত্রোপচারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই পেসার। হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেন ৩৩ বছর বয়সী এই পেসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে দ্রুতই মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন শামি। যদিও ভারতের গণমাধ্যমের খবর সহসাই ফেরা হচ্ছে না শামির। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুনর্বাসন শেষ করে ফিরতে ফিরতে লম্বা সময় লাগবে তার। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত তিনি।
শামি বলেন, 'মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।'
সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে মাঠে ফিরতে পারেন শামি। ফলে বোঝাই যাচ্ছে এই পেসারকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হতে পারে ভারতকে। ভারতীয়দের হয়ে গত বিশ্বকাপে শামি ছিল অন্যতম সেরা পারফর্মার।
এইচজেএস