পাকিস্তান সিরিজ মিস করতে পারেন কিউই তারকারা
আগামী এপ্রিলে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড। যদিও আসন্ন এই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। যে সিরিজকে বিবেচনা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের এই গুরুত্বপূর্ণ সিরিজে কেইন উইলিয়ামসনসহ কিউই দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলবেন না বলে গুঞ্জন রয়েছে। ওই সময়ে তারা আইপিএল আসরে খেলতে পারেন!
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মিনি নিলামে দল পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের তারকা ড্যারিল মিচেল, লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। এছাড়া আগে থেকেই রিটেইন তালিকায় ছিলেন কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট।
জাতীয় দলের সিরিজ থাকলেও, এর আগে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের আইপিএলকে বেছে নিতে দেখা গিয়েছিল। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজেও তেমনটা ঘটার সম্ভাবনা প্রবল। তবে কিউই ক্রিকেট বোর্ড ওই সিরিজ থেকে একসঙ্গে কতজন ক্রিকেটারকে ছাড়পত্র দেয় সেটাই দেখার বিষয়। তবে এটা নিশ্চিত, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকছেন পাকিস্তান সিরিজে।
— Geo Super (@geosupertv) February 26, 2024
আগামী ১৪–২৮ এপ্রিলের মধ্যে হতে পারে পাকিস্তান-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। মূলত কিউই দলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় ঠিকঠাক করার পরই সিরিজের সূচি দেওয়ার কথা ভাবছে পিসিবি। বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম জিও সুপার বলছে, পাঁচ ম্যাচের সিরিজটি হতে পারে দুটি ভেন্যুতে। সে দৌড়ে এগিয়ে আছে লাহোর ও রাওয়ালপিন্ডি।
এদিকে, এখন থেকেই আইপিএলের প্রস্তুতিতে নেমেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ব্যস্ততা শেষ করে তারকা ক্রিকেটাররাও মুখিয়ে আছেন টুর্নামেন্টটিতে অংশ নিতে। ইতোমধ্যে আসন্ন আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এখন পর্যন্ত সূচি প্রস্তুত করা হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত। এবারের আইপিএলে চারটি প্লে-অফ’সহ মোট ম্যাচ হবে ৭৪টি।
আরও পড়ুন
ভারতের জাতীয় নির্বাচন আসন্ন। এর ভেতরই নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করলে, তার সঙ্গে মিল রেখে আইপিএলের বাকি ম্যাচের সূচিও ঘোষণা করা হবে। আগামী এপ্রিল-মে মাসের মাঝামাঝিতে ভারতের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাব্য সময় ২৬ মে। এর পাঁচদিন (১ জুন) পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।
এএইচএস