এবার আইপিএলেও খেলা হচ্ছে না শামির
ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে মাঠে দেখা যায়নি ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে। এবার জানা গেল, আসন্ন আইপিএলেও খেলতে পারবেন না তিনি। গোড়ালির চোটের অস্ত্রোপচার করাতে যেতে হবে ইংল্যান্ড। যে কারণে গোটা মৌসুম থেকেই ছিটকে গেছেন গুজরাট টাইটান্সের নির্ভরযোগ্য এই পেসার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গেল জানুয়ারির শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিলেন শামি। সেখানে গিয়ে গোড়ালিতে একটি বিশেষ ইঞ্জেকশন নেন শামি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিন সপ্তাহ পর থেকে সে দৌড়তে পারবে। কিন্তু সেই ইঞ্জেকশন ঠিকমতো কাজ করেনি। ফলে অস্ত্রোপচার ছাড়া আর কোনো বিকল্প নেই। খুব শিগগিরই আবারও লন্ডনে যাবেন শামি। তাই এবারের আইপিএলে খেলার কোনো প্রশ্নই নেই তার।
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 22, 2024
শামিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআইও। তাই তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ‘চোট পাওয়ার পরে শামির তখনই অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত ছিল। কারণ, ইঞ্জেকশন বা বিশ্রাম দীর্ঘমেয়াদি ফল দিতে পারে না। শামি ভারতীয় দলের সম্পদ। তাই ওকে নিয়ে বোর্ড কোনো ঝুঁকি নিতে চাইছে না। শামিকে অস্ত্রোপচার করাতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে।’
শিরোপার আক্ষেপ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঘরের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ রাঙিয়েছিলেন শামি। প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে একাদশেই জায়গা পাননি। পরে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। শামির ঝুলিতে গেছে ২৪ উইকেট।
এক আসরে ভারতীয় বোলারদের মধ্যে যা সর্বাধিক। ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বাধিক উইকেটের রেকর্ডও তার ঝুলিতে। ভারতের হয়ে টেস্টে ২২৯টি, একদিনের ম্যাচে ১৯৫টি ও টি-টোয়েন্টিতে ২৪টি উইকেট নিয়েছেন শামি।
গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা
আইপিএলের নবীনতম দল গুজরাট ২০২২ সালে নিজেদের অভিষেক আসরে শিরোপা জিতে সবাইকে চমকে দিয়েছিল। পরের আসরেও ফাইনালে খেলে তারা। ফ্র্যাঞ্চাইজিটির এমন সাফল্যে বড় অবদান পেসার শামির। গুজরাটের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শামি। গত মৌসুমে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়েছিলেন। এর আগের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে শিকার করেছিলেন ২০ উইকেট। এমনিতেই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দলবদল বড় ধাক্কা গুজরাটের জন্য, তারওপর শামির ছিটকে যাওয়া আরও ভোগাবে তাদের।
এফআই