তামিমের সঙ্গে কবে বসবে জানাল বিসিবি
জাতীয় দলের হয়ে সবশেষ তামিম ইকবাল খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি সাবেক এই অধিনায়ককে। তবে তামিম জাতীয় দলে ফিরবেন কি না এমন প্রশ্নে বিপিএল শুরুর সময় তিনি নিজে জানিয়েছিলেন জানা যাবে টুর্নামেন্টের মাঝপথেই। যদিও এখনো সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তার কাছে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান বিপিএল শেষেই বসবেন তারা।
আরও পড়ুন
এ সময় জালাল বলেন, 'আমাদের মাননীয় বোর্ড সভাপতি উনি আমাকে এবং আরো কয়েকজনকে বলেছেন তামিমের সাথে বসার জন্য। যেহেতু ঢাকায় আসছে এখন আর বেশিদিন নেই বিপিএল খেলা। বিপিএল খেলা শেষ হলেই আমরা তার সাথে বসব।'
এর আগে গেল ১২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে তামিমকে নিয়ে বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।'
এসএইচ/এফআই