ভলিবলের ‘রত্নগর্ভা’ আর নেই

সত্তর-আশির দশকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা ছিল ভলিবল। কালের বিবর্তনে ভলিবলের সেই জৌলুস আর নেই। অন্য সব খেলার মতো ভলিবলেও নারীদের অংশগ্রহণ ছিল বেশ কাঠখড় পুড়িয়ে। বাংলাদেশের নারী ভলিবলের অন্যতম পথিকৃৎ হোসনে আরা খান আর নেই (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৬ বছর বয়সে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
হোসনে আরা নিজে কাবাডি, হ্যান্ডবল ও ভলিবল খেলেছেন। খেলোয়াড়ী জীবনের চেয়ে তিনি কোচিং এবং সংগঠক হিসেবে ছিলেন অনন্য পর্যায়ের। বাংলাদেশ মহিলা ভলিবল দলের প্রথম প্রশিক্ষক ছিলেন হোসনে আরা খান। খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ছিলেন দীর্ঘদিন। মৃত্যুকালেও তিনি সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। খুলনা অঞ্চলে নারীদের খেলাধূলার আসার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তার।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার বিশেষ এক জায়গা রয়েছে। তার তিন মেয়ে হেলেনা খান, ইভা ও নিভা তিনজনই জাতীয় ভলিবল দলে খেলেন। তিন বোন একই খেলায় জাতীয় দলে খেলার কৃত্তিত্ব অন্য কোনো খেলাতেও নেই বাংলাদেশে। হোসনে আরা খানের স্বামী আয়েজ খানও ছিলেন ভলিবল খেলোয়াড়। স্বামীর আগ্রহেই মূলত কাবাডি থেকে তিনি ভলিবলে আসেন। পরবর্তীতে ভলিবলে প্রশিক্ষক ও সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেও তার স্বামী না পাওয়ায় সব সময় আফসোস করতেন।
ভলিবলের নিবেদিত প্রাণ ব্যক্তির প্রয়াণে বাংলাদেশ ভলিবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। শুধু ভলিবল নয় হোসনে আরার সম্পৃক্ততা ছিল খুলনা জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা সহ নানা সংগঠনের সঙ্গে। বিশিষ্ট এই ক্রীড়া ব্যক্তিত্বের প্রয়াণে অনেক ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব পৃথক শোক জ্ঞাপন করেছে।
এজেড/এফআই