বিদেশি ক্রিকেটার ছাড়াই হবে ডিপিএল, যে দলে সাকিব

এক সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি দেখা যেত। সে সময় অবশ্য এতটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দাপট ছিল না। কিন্তু বর্তমানে বিদেশি ক্রিকেটার তো দূরে থাক, দেশের তারকা ক্রিকেটারদেরও পাওয়া যায় না পুরো আসরে। চলতি বছরের ডিপিএল শুরু হচ্ছে আগামী ৯ মার্চ থেকে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিচ্ছার কারণে এবার বিদেশি ক্রিকেটার থাকছে না ডিপিএলে।
বিজ্ঞাপন
এর আগে এক সময় ডিপিএলের কোনো দলে চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলা হতো। সেখান থেকে দু’জনে নামিয়ে আনা হয়। কয়েক বছর আগে বিদেশি কোটা কমিয়ে আনা হয় একজনে। এবার সেটা শূন্যের কোঠায় নিয়ে যেতে চাচ্ছেন বিসিবি কর্তারা।
আসন্ন ডিপিএল নিয়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, ২০২৪ সালের লিগে বিদেশি খেলবেন না। ডলার সঙ্কট ও ক্লাবগুলোর ঐক্যমত মিলিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল আছে। ঢাকা প্রিমিয়ার লিগে দেশের ক্রিকেটাররা খেলবে। আমাদের ক্রিকেটারদের উন্নতির জন্য এবং সুযোগ করে দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

জানা গেছে, আগামী ৯ মার্চ শুরু হয়ে ডিপিএলে ঈদুল ফিতরের জন্য মাঝে এক সপ্তাহের বিরতি থাকবে। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি হবে দলবদল। মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে– বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এবারের নতুন আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের।
বিজ্ঞাপন
আসন্ন ডিপিএলে বাড়ছে ব্যক্তিগত পুরস্কারের অর্থ। গতবারের চেয়ে এবার ব্যক্তিগত পুরস্কারের অর্থ বাড়িয়েছে সিসিডিএম। গত ডিপিএলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ক্রিকেটারদের ১০ হাজার টাকা দেওয়া হতো। এবার সেটি বেড়ে ১৫ হাজার করা হচ্ছে। টুর্নামেন্টসেরা ক্রিকেটার, সেরা ব্যাটার, সেরা বোলারদের দেওয়া হতো দুই লাখ টাকা করে। এবার সেই অঙ্ক দাঁড়াচ্ছে আড়াই লাখ টাকায়।
এএইচএস