বিপিএল ছাড়ার আগে যে বার্তা দিয়ে গেলেন বাবর
বিপিএলের চলতি আসরে বিদেশি বড় তারকা কে? এমন প্রশ্নের জবাবে অনায়াসে পাকিস্তানের বাবর আজমের নাম বলে দেওয়া যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঠাসা সূচিতে প্রতিবারই বড় মানের তারকার সংকট থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিদেশি তারকার মূল যোগানটা আসে মূলত পাকিস্তান থেকে। এবারও বেশিরভাগ বিদেশি ক্রিকেটার ছিলেন পাকিস্তানের।
বিপিএল মাতাতে এসে এরই মধ্যে ফিরে গেছেন বাবর আজমসহ অন্যান্য অনেক পাকিস্তানিরা। তবে যাওয়ার আগে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির আস্থার প্রতিদান দিয়ে গেছেন এই পাক সেনসেশন। জাতীয় দলের খেলা থাকায় বিপিএলে যোগ দেন আসরে নিজেদের এক ম্যাচ পর। বিপিএলে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন বাবর। গতকাল আসর ছাড়ার সময় সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।
বিপিএলে ৬ ম্যাচ খেলে বাবর করেছেন ২৫১ রান। স্ট্রাইকরেট অবশ্য খুব বেশি আহামরি না পাকিস্তানি এই তারকার। টুর্নামেন্টে ১১৪.৬১ স্ট্রাইকরেটে খেলেছেন বাবর। যার মধ্যে দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে। মূলত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর। আর এ কারণে বোর্ডের চুক্তিতে যে সব ক্রিকেটার রয়েছেন তাদের অনাপত্তিপত্র দেওয়া হয় ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
Babar Azam's farewell message for Rangpur Riders family! Wishing you all the very best for your next journey, Rider! #Joyerlorai #rangpurriders #BPL24 #bangladesh #bangladeshcricket
Posted by Rangpur Riders on Tuesday, February 6, 2024
দেশে ফেরার আগে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন বাবর আজম। বলেন, ‘রংপুর রাইডার্সে অবিশ্বাস্য সময় কাটিয়েছি। এই দলটি যে ভালোবাসা, সমর্থন এবং আমাকে যত্ন করেছে, তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। টুর্নামেন্টজুড়ে নিঃস্বার্থ টিমওয়ার্ক সত্যিই একটি পার্থক্য তৈরি করেছে। এজন্য পুরো দলকে ধন্যবাদ। এই দলের সবচেয়ে বড় গুন সবাই একে অন্যের জন্য খেলে। সেই কারণেই রংপুর প্রতিযোগিতার সেরা দল হয়ে উঠতে পেরেছে। সবকিছুর জন্য আমি কোচিং স্টাফদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞ।'
রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করেছেন বাবর। তিনি বলেন, টিমমেটদের প্রতি আমার কথা একটাই, নিজেদের ফোকাস হারিয়ো না। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে। আগামী দিনে আবার রংপুরের জন্য খেলতে মুখিয়ে আছি।’
এফআই