কোহলির আগেই অনন্য মাইলফলক হেলসের
কয়েকদিন আগেই বিপিএলের ম্যাচ দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার আগে ওই ক্লাবে ছিলেন কেবল একজন, ইউনিভার্স’খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। যেখানে এই দুজনের ধারেকাছে নেই কেউ। তাদের পর আছেন কাইরন পোলার্ডও। নতুন করে টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।
যদিও হেলসের চেয়ে এগিয়ে ছিলেন বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান ১২ হাজার রানের প্রায় কাছাকাছি ছিলেন। তবে তার আগে মাইলফলক স্পর্শ করলেন হেলস। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুমে খেলছেন এই মারকাটারি ব্যাটার। ডেজার্ট ভাইপার্সের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৪.৩৭ গড় ও ১৩১.৭৫ স্ট্রাইকরেটে হেলস করেন ১৯৫ রান। গত বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে আচমকাই হেলস অবসর ঘোষণা করেন। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেলছেন তিনি।
আইএল টি-টোয়েন্টির ম্যাচে গতকাল (রোববার) সন্ধ্যায় মুখোমুখি হয় এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। নিজেদের ইনিংসে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে পয়েন্ট দিয়ে চার মারেন হেলস। যার মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচ খেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ইংলিশ এই ব্যাটার ১২০০২ রান করেছেন। ৬ সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ৭৬টি।
— Desert Vipers (@TheDesertVipers) February 4, 2024
তার পেছনে থাকা কোহলির স্বীকৃত টি-টোয়েন্টিতে রান ১১৯৯৪। এরপর ১১ হাজারি ক্লাবে আছেন আরও তিন ব্যাটসম্যান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪৫৬২ রান করেছেন ক্রিস গেইল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁ-হাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১৩০৬৩ ও ১২৫৭৭ রান।
আরও পড়ুন
গেইল-শোয়েব ও পোলার্ডসহ এই সংস্করণে ১০ হাজার রান করেছেন মোট ১০জন ব্যাটার। বাকিরা হলেন– ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১২ হাজার ২), ভারতের মহাতারকা বিরাট কোহলি (১১ হাজার ৯৯৪), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১ হাজার ৮৪৯), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১১ হাজার ৪৫৮), ভারতের রোহিত শর্মা (১১ হাজার ১৫৬), ইংল্যান্ডের জস বাটলার (১১ হাজার ৯৮) ও নিউজিল্যান্ডের কলিন মানরো (১০ হাজার ৫৯৫)।*
তবে শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসাবে সবার ওপরে আছেন কোহলি। ১১৭ ম্যাচে তিনি ৪০৩৭ রান করেছেন। তার পরের অবস্থানে থাকা রোহিত ও বাবর আজম করেছেন যথাক্রমে ৩৯৭৪ (১৫১ ম্যাচ) ও ৩৬৯৮ রান (১০৯ ম্যাচ)।*
*এখন পর্যন্ত স্বীকৃত ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বশেষ আপডেট
এএইচএস