যে কারণে শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ হবে না মিরপুরে
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা। ইতোমধ্যে আসন্ন সিরিজের ভেন্যু ও ম্যাচসূচি ঘোষণা করেছে বিসিবি। যেখানে সিরিজের কোনো ম্যাচই রাখা হয়নি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ২০০৬ সালে আন্তর্জাতিক এই স্টেডিয়ামের যাত্রা শুরুর পর এই প্রথম ভেন্যুটিতে বাংলাদেশের কোনো ম্যাচ হচ্ছে না।
হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুরে ম্যাচ না রাখার কারণ নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। যা নিয়ে আজ (শনিবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘ঢাকাতে মেয়েদের খেলাটা আগে থেকেই নির্ধারিত ছিল। যে কারণে আমরা সেটি শিফট করিনি। মেয়েদের জন্য আমরা এখানে জায়গা করে দিয়েছি। ছেলেদের খেলাটা আমরা চট্টগ্রামে ও সিলেটে নিয়ে গিয়েছি। সেই গ্রাউন্ডও তো ভালো, উইকেটও ভালো। অতটা চ্যালেঞ্জিং হওয়ার কথা না। আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না।’
আরও পড়ুন
এছাড়া এই সিরিজেও হোম এডভান্টেজ নেওয়ার কথাও জানিয়ে জালাল বলেন, ‘উইকেট ও কন্ডিশনের বিষয়টা নিয়ে কথা বলা আমার কাছে নীতির বাইরে মনে হয়। আমার উইকেটের প্রকৃতি বলা ঠিক হবে না। হোম এডভান্টেজ তো আমরা নেবই। উইকেট যেমনই হোক প্রথম কথা হচ্ছে আমাদের হোম এডভান্টেজ। সেটা সব দেশই করে, আমরাও নেব। আমি মনে করি এটা আমাদের স্যুট করে।’
লঙ্কানদের সঙ্গে আসন্ন এই সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।
এসএইচ/এএইচএস