দল ছাড়ার আগে সতীর্থদের যা বলেছেন মাশরাফি
পায়ের চোট, ফিটনেস ইস্যু ও রাজনৈতিক ব্যস্ততায় প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পাওয়া সবমিলিয়ে এবারের বিপিএলের খেলার জন্য আদর্শ অবস্থায় ছিলেন না মাশরাফি বিন মর্তুজা। সংবাদ মাধ্যমে একাধিকবার এমন কথা নিজেই বলেছেন এই পেসার। তার পরও ফ্র্যাঞ্চাইজির আগ্রহকে প্রাধান্য দিয়ে ৫ ম্যাচ খেলেছেন। যেখানে তিনি নিজে এবং দল উভয়ই ব্যর্থ হয়েছে।
টানা ৫ হারের পর রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে আসর থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। দল ছেড়ে যাওয়ার আগে সতীর্থদের কিছু বলেছে কিনা মাশরাফি এমন প্রশ্নের জবাবে গতকাল রেজাউরব রহমান রাজা বলেন, ‘মাশরাফি ভাই যেহেতু আমাদের অধিনায়ক ছিলেন, যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গেছেন। এমন ক্রিকেটে হতেই পারে। আরও যেহেতু সাত ম্যাচ বাকি, আমাদের ম্যাচ বাই ম্যাচ ফোকাস করাটা আসলে জরুরি।’
নতুন অধিনায়ক মিঠুন প্রসঙ্গে রাজা বলেন, ‘এখনও পর্যন্ত উনার সঙ্গে আমাদের বসা হয় নাই। মাশরাফি ভাই গতকাল মনে হয় চলে গেছেন। তো মিঠুন ভাইয়ের সঙ্গে মিলে সবাই আজকে অনুশীলন করেছে। টিম মিটিংয়ে হয়তোবা আমাদের কথাবার্তা হবে।’
টানা ৫ ম্যাচ হারলেও রাজা বলছেন ম্যাচ বাই ম্যাচ এগোনোর কথা, ‘আমাদের যে পাঁচটা ম্যাচ গেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামছি। দুর্ভাগ্যবশত হয় নাই। আমাদের অবশ্যই আশা থাকবে, আগামীকাল আমরা জয়ের জন্য নামবো। মাঠে যদি ভালো খেলতে পারি, তাহলে আমরা জিতব আশা করি। খেলাধুলায় হার জিত থাকবেই, পাঁচ ম্যাচের পাঁচটা হেরেছি, মানসিকভাবে আমরা আসলে ওরকম চিন্তা করছি না। আরও সাতটা ম্যাচ বাকি। চেষ্টা থাকবে আমরা যেন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে পারি।’
এসএইচ/এইচজেএস