‘স্টোকস ছাড়া কেউই ভাবেনি ভারতকে হারাবে ইংল্যান্ড’
হায়দরাবাদ টেস্টে খেলতে নামার আগে স্পষ্টতই ফেভারিট ছিল ভারত। প্রথম ইনিংসে স্বাগতিকদের বড় লিড সেটার প্রমাণও দেয়। ১৯০ রানে পিছিয়ে থেকে কোনো দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সময় জয়ের কথা ভাবাটাও অনেকটাই অসাধ্য কাজ। তবে সেটাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে ইংল্যান্ড।
ইংলিশদের এই জয়ে পারফরম্যান্সের বিচারে সবচেয়ে বড় অবদান অলি পোপের। তার দুর্দান্ত ব্যাটিংয়েই মূলত ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তবে এই জয়ে বেন স্টোকসকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন স্টিভ হার্মিসন। ইংল্যান্ডের সাবেক এই পেসারের মতে অধিনায়কের দেওয়া আত্মবিশ্বাস ছড়িয়ে গেছে সবার মাঝে, যাতে জয়ের অনুপ্রেরণা পেয়েছেন বাকি দশ ক্রিকেটার।
হার্মিসন বলেন, 'অবিশ্বাস্য এক জয় এটা। আমার মনে হয়, একজন মাত্র মানুষই ছিল, যে বিশ্বাস করেছে ইংল্যান্ড জিতবে, সে হলো বেন স্টোকস। সে নিজের বিশ্বাস ছড়িয়ে দিয়েছে অন্য ১০ জনের মধ্যে।'
'ইংল্যান্ড ১৯০ রানে পিছিয়ে থাকার পর কেউ মনে হয় ছিল না যে ইংল্যান্ডের কোনো সুযোগ দেখেছে। তবে এই দলের দারুণ ব্যাপারই এটি, তারা স্কোরবোর্ডে তাকায় না। তারা স্রেফ ভেবেছে, তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এগোতে থাকো এবং জয়ের জন্য চতুর্থ ইনিংসে যা দরকার, তা করো।'-আরো যোগ করেন তিনি।
অলি পোপের ১৯৬ রানের ইনিংসকে ভারতে কোনো সফরকারী ব্যাটসম্যানের সর্বকালের সেরা ইনিংস বলছেন হার্মিসন। তিনি বলেন, 'ভারতে আগের ৯ ইনিংসে যার সর্বোচ্চ ইনিংসটি ছিল ৩৪ রানের, তার জন্য ১৯৬ রানের ইনিংস খেলা অবিশ্বাস্য ব্যাপার। অলি পোপের জন্য আমি খুবই খুশি, দারুণ গর্বিত ও সন্তুষ্ট। তার ইনিংসই ইংল্যান্ডের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। এখনও পর্যন্ত ভারত এই সিরিজে ফেভারিট, তবে এই পরাজয় তাদেরকে ভাবনার অনেক খোরাক জোগাবে।'
এইচজেএস