ছিটকে গেলেন রাহুল-জাদেজা, দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে ভারত। ম্যাচ হারের পর আরও একটি দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য। দ্বিতীয় টেস্টের আগে চোট হানা দিয়েছে ভারতের স্কোয়াডে। বিশাখাপত্তমে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে পাচ্ছে না ভারত।
হায়দরাবাদ টেস্টে খেলার সময় চোট পেয়েছিলেন জাদেজা। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই অলরাউন্ডার। প্রথম টেস্টের চতুর্থ দিনে ডান হাঁটুর আশে-পাশের পেশিতে ব্যথা অনুভব করেন লোকেশ রাহুল। সেটার জন্যই এবার বিশাখাপত্তমে খেলতে পারছেন না এই টপ অর্ডার ব্যাটার।
এই দুই নিয়মিত সদস্য দল থেকে ছিটকে যাওয়ায় সুযোগ মিলেছে একাধিক নতুন মুখের। রাহুলের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। আর জাদেজার বদলি হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার। তাছাড়া স্কোয়াডে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরও।
এদিকে সিরিজের প্রথম টেস্টে ভালো শুরু করেও শেষ পর্যন্ত হেরেছে ভারত। বিশেষ করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে হার মেনেছে স্বাগতিকরা। ২৮ রানের জয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারত দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সাওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মো. সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ, আভেশ খান, রজত পাতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।
এইচজেএস