ট্রল থেকে ট্রেন্ডিংয়ে ভারতবধের নায়ক টম হার্টলি
ঘরের মাঠে ইংল্যান্ডকে বাগে আনতে স্পিনেই ভরসা রেখেছিল ভারত। সেই ফাঁদে নিজেদেরই পড়তে হবে এমনটা কে জানতো! হায়দরাবাদ টেস্টের প্রথম পর্বে রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজ করেছিলেন দুই ভারতীয় স্পিনার অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। আর উত্তাপে ভরপুর হায়দরাবাদ নাটকের শেষ অঙ্কে মরণকামড় দিলেন ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া টম হার্টলি। অতিমাত্রায় স্পিন সহায়ক উইকেটে ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার একাই নিলেন ৭ উইকেট। তাতে কপাল পুড়ল স্বাগতিক ভারতের।
ভারত সফরে আসার আগে স্পিন সহায়ক পিচের জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছিল বেন স্টোকস বাহিনী। প্রত্যাশিতভাবেই তিন স্পিনার নিয়ে প্রথম টেস্টের দল সাজায় ইংলিশরা। দুই স্পিনার রেহান আহমেদ ও জ্যাক লিচের সঙ্গে অভিষেক হয় টম হার্টলির। টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। অভিষেক টেস্ট খেলতে নেমেই ‘বিব্রতকর সেঞ্চুর ‘তে শুরুটা করেন টম হার্টলি। যে সেঞ্চুরিতে উদযাপনের সুযোগ ছিল না মোটেও।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে আগ্রাসী মেজাজের ব্যাটিংয়ে ৪৩৬ রানের বড় সংগ্রহ পুঁজি পেয়েছিল ভারত। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন অভিষিক্ত টম হার্টলি। মাত্র পঁচিশ ওভার বল করে ২ উইকেট শিকার করলেও রান খরচ করেছেন ১৩১। যা নিয়ে হাসাহাসি কিংবা টিপ্পনি কম জোটেনি কপালে। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) অনেক ট্রলড হন তরুণ এই স্পিনার। তবে ট্রলের জবাবটা দিতে খুব বেশি সময় নিলেন না। দ্বিতীয় ইনিংসে বল হাতে সাত উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন ভারতীয় ব্যাটিং অর্ডার। একেকটা উইকেট শিকারের পর তার উদযাপন কেবল চেয়ে চেয়ে দেখল হায়দরাবাদের গ্যালারি।
২৮ জানুয়ারি। টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটা দিন নিঃসন্দেহে। এক তরুণ ক্রিকেটারের আগুনে বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা শামার জোসেফ মাত্র ৬৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজি বাহিনীকে। ব্রিসবেনের গ্যাবায় ক্যারিবীয় পেসারের মুগ্ধতার পর ভারতের হায়দরাবাদে ছড়ি ঘোরালেন ইংরেজ এক আনকোরা স্পিনার। প্রথম টেস্টেই ইংলিশদের দারুণ জয়ের অন্যতম নায়ক টম হার্টলি।
প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকেও ওলিভার পোপের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংসে ২৩০ রানের বড় লিড পেয়েছিল ইংল্যান্ড। বাকি কাজটা একাই সামলালেন টম হার্টলি।
এফআই/এইচজেএস